বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৫

২০২৬ সালের ব্যস্ত সূচী নিয়ে বিচলিত নন শান্ত

ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ২০২৬ সালের ব্যস্ত টেস্ট সূচী নিয়ে চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। 

অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফরসহ আগামী বছর ১২টি টেস্ট খেলবে বাংলাদেশ। 

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশের (সিডব্লিউএবি) অল-স্টার্স ম্যাচের আগে শান্ত বলেন, ‘আগামী বছর অনেক ম্যাচ আছে, যা আমাদের জন্য ভাল খবর। আমরা সবসময় বেশি ম্যাচ খেলতে চাই, বিশেষ করে টেস্ট ম্যাচ।’

তিনি আরও বলেন, ‘ব্যস্ত সূচী নিয়ে ভাবতে চাই না। আমরা আরও বেশি টেস্ট ম্যাচ খেলতে চাই। এমনকি প্রতিটি ফরম্যাটেই আমরা আরও বেশি ম্যাচ চাই।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হবার পর ব্যস্ত টেস্ট সূচীকে সামনে রেখে দল পরিকল্পনা করবে বলে জানান শান্ত। 

তিনি বলেন, ‘আমরা ধীরে ধীরে পরিকল্পনা নিয়ে চিন্তাভাবনা শুরু করব। ইতোমধ্যেই এটি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এবং আমি বিশ্বাস করি, বিপিএলের পর আমাদের সামনে আরও স্পষ্ট পরিকল্পনা থাকবে।’

টেস্ট অধিনায়ক হিসেবে ২০২৫ সালকে ইতিবাচকভাবেই দেখছেন শান্ত। যদিও শ্রীলংকার বিপক্ষে জিততে না পারার হতাশা ছিল তার। 

চলতি বছর ছয়টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে তিনটিতে জিতেছে, ২টিতে হার ও ১টি ড্র করেছে। শান্ত বলেন, ‘আমার মনে হয় বছরটি ভাল কেটেছে। খুব বেশী খারাপ ছিল না।’

তিনি আরও বলেন, ‘কিছুটা হতাশা আছে। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে আমরা আরও ভাল খেলতে পারতাম। এখন আমাদের যে দল আছে তাদের আরও ভাল করা উচিত।’