বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৩১

বিজয় দিবস হ্যান্ডবলের ফাইনালে কাল মুখোমুখি হবে বিজিবি-আনসার

ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫ (বাসস) : মহার বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার।

এদিকে নারী বিভাগে ফাইনালে লড়বে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। 

শিরোপা জয়ের লক্ষ্যে নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামীকাল পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুর ১২টায় বাংলাদেশ আনসার প্রতিদ্বন্দ্বীতা করবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। অপরদিকে পুরুষ বিভাগে ফাইনালে বিকাল ৩টায় মুখোমুখি হবে বিজিবি ও আনসার। 

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা।

নারী বিভাগে আজ প্রতিযোগিতার ৩য় দিনের প্রথম খেলায় বাংলাদেশ আনসারের নিকট ৩৯-৩১ গোলে হেরে যায় বাংলাদেশ পুলিশ। আনসারের মেয়েরা আধিপত্য ধরে রেখে প্রথমার্ধে ২০-১৬ গোলে এগিয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশ ও ফারুক তমাল স্পোর্টস একাডেমীর মধ্যকার খেলায় ২৯-২৪ গোলে শেষ হাসি হাসে ফারুক তমালের মেয়েরা। জমজমাট লড়াইয়ে ফারুক তমাল প্রথমার্ধে ১৪-১৩ গোলে এগিয়ে ছিল।

অপরদিকে পুরুষ বিভাগে সহজ জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ দল। ৪২-২২ গোলে তারা হারায় টীম হ্যান্ডবল ঢাকাকে। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ছিলো ২০-১৩। দিনের শেষ হাই ভোল্টেজ ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ ৩০-২৭ গোলে বাংলাদেশ আনসার দলের বিপক্ষে জয় তুলে নেয়। প্রথমার্ধে আনসার দল ১৫-১৪ গোলে এগিয়ে ছিলো।

গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া চার দিনব্যাপী বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে ৪টি করে দল অংশ নেয়। প্রত্যেকে প্রত্যেকের সাথে লড়াই করে শীর্ষ দুই দল ফাইনালে উন্নীত হয়।