শিরোনাম

ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২৫ (বাসস) : রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট আজ থেকে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন (বিএসজেএ) এর ব্যবস্থাপনায় ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব রংপুর রাইডার্সের পৃষ্ঠপোষকতায় এবারের আসরে দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ৩২টি সংবাদমাধ্যম অংশগ্রহণ করছে।
প্রথম দিনে জয় পেয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, সময় টিভি, ক্রিকফ্রেঞ্জি, জাগোনিউজ২৪.কম, দৈনিক কালের কণ্ঠ, চ্যানেল আই, দ্য ডেইলি স্টার ও দ্য ডেইলি সান। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার সকালে রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি ফারুক আহমেদ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক ও রংপুর রাইডার্সের উপদেষ্টা মেহরাব আলম চৌধুরী এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমেদ বলেন, ‘বিএসজেএ ধারাবাহিকভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে।
এই টুর্নামেন্ট উদ্বোধনীতে আসতে পেরে খুব ভালো লাগছে। আশা করি আগামী কয়েকটি দিন খুব উৎসবমুখর যাবে।‘সাবেক জাতীয় অধিনায়ক হাবিবুল বাশার সুমন সাংবাদিকদের খেলা দেখে খুব রোমাঞ্চিত,‘ সাংবাদিকরা খেলোয়াড়দের ভুল-ত্রুুটি নিয়ে রিপোর্ট করে। সেই সাংবাদিকরাই এখন খেলছেন। তাদের খেলা দেখার মজাই আলাদা।’
বিসিবি পরিচালক মেহরাব আলম চৌধুরী বিএসজেএ’র ক্রিকেট টুর্নামেন্টকে স্বাগত জানিয়ে বলেন, ‘পেশাগত ব্যস্ততার মধ্যেও এমন আয়োজন দারুণ সাধুবাদযোগ্য। এটা সাংবাদিকদের ক্রিকেটের প্রতি ভালোবাসা ও নিবেদনের বহিঃপ্রকাশ।’
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক এসএম সুমন।
দিনের প্রথম ম্যাচে দৈনিক মানবজমিনকে ৪ উইকেটে পরাজিত করেছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ব্যাট হাতে ৯ বলে ৩৩ ও বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন তাওসিফ। একই সময় হওয়া অন্য ম্যাচে একই ব্যবধানে দৈনিক নয়া দিগন্তকে ৪ উইকেটে হারায় সময় টিভি। বল হাতে ২ ওভারে মাত্র ৫ রানে ২ উইকেট ও ব্যাটিংয়ে ১০ বলে ৩০ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাকলাইন প্রীতম।
এটিএন বাংলার বিপক্ষে ৪ উইকেটে জিতেছে ক্রিকফ্রেঞ্জি। ২ ওভারে ১০ রানে ১ উইকেট ও ব্যাটিংয়ে ৪ বলে ১২ রান করে ম্যাচ সেরা হয়েছেন কাওসার শান্ত। ডিবিসি নিউজকে ৩ উইকেটে হারিয়েছে জাগোনিউজ২৪.কম। ২ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সাঈদ শিপন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে শেষ ওভারে টি স্পোর্টসকে ১ উইকেটে হারিয়েছে দৈনিক কালের কণ্ঠ। ১৪ বলে ৩৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন জয়নাল।
দৈনিক কালবেলাকে ৪ উইকেটে হারিয়েছে চ্যানেল আই। মাত্র ৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সুব্রত গাইন। দৈনিক ইনকিলাবের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে দ্য ডেইলি স্টার। বল হাতে ২ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট ও ব্যাটিংয়ে ৮ বলে ২১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন মুসাহো মুকুল। দিনের শেষ ম্যাচে দৈনিক দেশ রুপান্তরকে ৪ উইকেটে হারায় দ্য ডেইলি সান। ১৪ বলে ৩২ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন তানভিন আঞ্জুম তামিম।
আগামীকাল টুর্ণামেন্টের আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে।