শিরোনাম

ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জয় দিয়ে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ (ডিএফডিসিএল) শুরু করল ধানমন্ডি স্পোর্টস ক্লাব এবং বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব।
আজ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। এরমধ্যে দু’টি ম্যাচ ওয়াকওভার, একটি পরিত্যক্ত ও দু’টি ম্যাচ নিষ্পত্তি হয়।
নারায়নগঞ্জের পিকেএসপির-২ মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাব খেলতে না আসায় ওয়াকওভার পায় বারিধারা ড্যাজলার্স।
বিকেএসপি-৩ মাঠে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি না আসায় ওয়াকওভার পায় ঢাকা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। এছাড়া কলাবাগান ক্রীড়া চক্র এবং আম্বার স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে কোন দল খেলতে না আসায় ম্যাচটি পরিত্যক্ত হয়।
সিলিকন সিটি মাঠে ধানমন্ডি ৫৭ রানে হারায় লামাটিয়া ক্লাবকে। প্রথমে ব্যাট করে ওপেনার ইমরান হোসেনের ৬৯ রানের সুবাদে ৬ উইকেটে ২২৫ রান করে ধানমন্ডি। তানভীর হোসেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন।
জবাবে ৪৭.৫ ওভারে ১৬৮ রানে অলআউট হয় লালামটিয়া ক্লাব। ধানমন্ডির হয়ে মহিউল ইসলাম পাটোয়ারী ৩৮ রানে ৩ উইকেট নেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব।
প্রথমে ব্যাট করে ৩৭ ওভারে মাত্র ১১৪ রানে অলআউট হয় ওল্ড ডিওএইচএস। পুলিশের আসাদুল্লাহ গালিব ৩৮ রানে ৪ উইকেট শিকার করেন।
রান তাড়া করতে নেমে ওপেনার মিম মোহাম্মদের অপরাজিত ৫৬ রানের সুবাদে ২১.৩ ওভারে জয়ের লক্ষ্য স্পর্শ করে বাংলাদেশ পুলিশ।