বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৫

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট কাল শুরু

ছবি : বাসস

ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্সের পৃষ্ঠপোষকতায় রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট কাল থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে। 

এ উপলক্ষে আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগ জয়ী অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্সের  হেড অব অপারেশন্স তাসভির উল ইসলাম, স্টার নিউজের প্রধান নির্বাহী ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোঃ মোখসেদুল কামাল, একমি কনজিউমার  প্রোডাক্টস লিমিটেডের লেফট্যানেন্ট কর্নেল (অব.) ইঞ্জিনিয়ার মোঃ আলি রেজা, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি।

এবারের টুর্ণামেন্টের কো-স্পন্সর হিসেবে আছে নাবিল  গ্রুপ, একমি এবং ইস্পাহানি। 

বরাবরের মতো দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ৩২টি সংবাদমাধ্যমের অংশগ্রহণে হবে এবারের টুর্নামেন্ট। 

সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান বলেন, "আমার কাছে মনে হয, এটা খুব ভালো একটা উদ্যোগ। টুর্নামেন্টে অনেকগুলো ম্যাচ হবে। আমার মনে হয়, খেলার ভেতরে থাকলে মন থেকেও খুশি লাগে। আশা করি, এরকম উদ্যোগ আরও বেশি দেখতে পাব ইনশাআল্লাহ।"

রংপুর রাইডার্সের হেড অব অপারেশন্স তাসভির উল ইসলাম বলেছেন,‘‘টুর্নামেন্টের সঙ্গে থাকতে পেরে রংপুর রাইডার্স পরিবার গর্বিত। সাংবাদিকরা টুর্নামেন্টে খেলবেন। নিশ্চিতভাবেই আনন্দটা ছড়িয়ে যাবে। টুর্নামেন্টের সাফল্য কামনা করছি।’’

বিএসজের সভাপতি আরিফুর রহমান বাবু বলেন, ‘‘বিএসজেএর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের জন্য সংবাদ কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। সেই অপেক্ষা শেষ হলো।’

সংবাদ সম্মেলন শেষে টুর্ণামেন্টের জার্সি উন্মোচন করেন অতিথিরা। পরে টুর্নামেন্টের ড্র ও  গ্রুপিং অনুষ্ঠিত হয়।

আগামীকাল সকাল ৯টায় প্রথম ম্যাচে বাংলাদেশ প্রতিদিনের মুখোমুখি হবে মানবজমিন।