বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৭

সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবার মিশন বাংলাদেশ যুবাদের

ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে ইতিমধ্যে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ যুব দল। আগামীকাল ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে তারা। সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে নেপালের বিপক্ষেও জয়ের জন্য মরিয়া বাংলাদেশ।

দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে সকাল ১১টায় নেপালের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

গতকাল অনুষ্ঠিত ম্যাচে দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগের ব্যাটিং নৈপুন্যে আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ফয়সাল সিনোজাদার সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান করে আফগানিস্তান। ১০৩ রান করেন ফয়সাল। 

জবাবে উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন আবরার ও রিফাত। ১৬০ বলে ১৫১ রান যোগ করেন তারা। ৫ চার  ও ২ ছক্কায় ব্যক্তিগত ৬২ রানে প্রথম ব্যাটার হিসেবে আউট হন রিফাত। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে নাভার্স নাইন্টির ঘরে থামেন আবরার। ৯টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারিতে ১১২ বলে নিজের ৯৬ রানের ইনিংস সাজান আবরার। 

আবরার ফেরার পর মিডল অর্ডার ব্যাটারদের সাথে রিজান হোসেন ও শেখ পারভেজ জীবনের দায়িত্বশীল ছোট- ইনিংসে ৬ বল বাকী থাকতে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম ৪৭, কালাম সিদ্দিকী ২৯, রিজান অপরাজিত ১৭ ও জীবন ১৩ রান করেন। ম্যাচ সেরা হন বাংলাদেশের আবরার। 

আফগানিস্তানের বিপক্ষে জয়ে পূর্ণ ২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে সেমির পথে এক ধাপ এগিয়ে যাবে তারা। 

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ইতিমধ্যে নেপালকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে লংকানরা। 

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপ বাংলাদেশের জন্য প্রস্তুতির মঞ্চ। বিশ্বকাপের আগে এশিয়া কাপই শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট যুবাদের। 

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে আছে- পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়া। দুই গ্রুপের সেরা দুই দল আগামী ১৯ ডিসেম্বর সেমিফাইনালে খেলবে। ২১ ডিসেম্বর হবে ফাইনাল। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মো: আবদুল্লাহ,  ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলেন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম ও মো: সবুজ।

স্ট্যান্ডবাই : রাফি উজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আবদুর রহিম, দেবাশীষ সরকার দেবা।