শিরোনাম

ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জানুয়ারিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে টটেনহ্যাম অবশ্যই ব্যস্ত সময় পার করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন কোচ থমাস ফ্র্যাংক। একইসাথে স্পার্স বস ইনজুরি আক্রান্ত ফরোয়ার্ড ডোমিনিক সোলাঙ্কের সুস্থতার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেছেন।
গত মৌসুমে ৬৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বোর্নমাউথ থেকে দলে ভেড়ানোর পর গোঁড়ালির গুরুতর ইনজুরির কারনে প্রায় পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সোলাঙ্কে। অনুশীলনে ফেরার আগ পর্যন্ত ইংলিশ এই ফরোয়ার্ডের ব্যপারে কোন আপডেট না দেবার সিদ্ধান্ত নিয়েছে টটেনহ্যাম।
সোলাঙ্কে যেহেতু এখনো পূর্নাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি সে কারনে ইতোমধ্যেই টটেনহ্যাম বিকল্প চিন্তা শুরু করেছে। দল শক্তিশালী করার লক্ষ্যে আগামী মাসের শুরু থেকেই ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য ক্লাবের অধিকাংশ শেয়ারহোল্ডার ইএনআইসির উপরই ভরসা করছে স্পার্সরা।
এ সম্পর্কে ফ্র্যাংক বলেছেন, ‘সেপ্টেম্বরে গ্রীষ্মকালীন উইন্ডো বন্ধ হবার পর এ বিষয়ে আমাদের প্রথম আনুষ্ঠানিক সভায় আলোচনা হয়েছে, বিষয়টি চলমান। আমি ব্যক্তিগত ভাবে খেলোয়াড়দের সাথে এ বিষয়ে আলোচনা করেছি। প্রতিদিন এই আলোচনা চলছে। এভাবে একে অন্যের সাথে সম্পর্কের ঘনিষ্টতাও বাড়ে। আমরা অবশ্যই ট্রান্সফার মার্কেটে শুরু থেকেই সরব থাকবো। এতে কোন সন্দেহ নেই। যত দ্রুত সম্ভব আমরা যথার্থ খেলোয়াড় দলে নেবার চেষ্টা করবো। দেখা যাক ৩১ জানুয়ারির আগ পর্যন্ত কি হয়।’
২০২৫ সাল শেষ হবার আগে স্পার্সদের হাতে আর তিনটি ম্যাচ বাকি রয়েছে। এই ম্যাচগুলোতে সোলাঙ্কের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই তিনি ফেরার ইঙ্গিত দিয়েছেন।
প্রাক-মৌসুমে প্রথমবারের মত বোর্নমাউথের সাবেক স্ট্রাইকার সোলাঙ্কে গোঁড়ালির সমস্যা সকলকে অবগত করেন। যদিও আগস্টে তিনটি ম্যাচে তিনি অংশ নিয়েছিলেন। কিন্তু তারপর থেকে ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড মাঠের বাইরে রয়েছেন। গত ১ অক্টোবর গোঁড়ালিতে ছোট্ট একটি অস্ত্রোপচারও হয়েছে।
ফ্র্যাংক বলেন, ‘অবশ্যই এটি একটি সুসংবাদ। জুলাইয়ে সে যে ইনজুরিতে পড়েছিল তা সত্বেও কিছু ম্যাচ খেলেছে। আমি শুধু একটি পরামর্শ দিতে চাই, যত দ্রুত সম্ভব সে পূর্ণাঙ্গ অণুশীলনে ফিরবে ততই নিজেকে ফিট প্রমান করতে পারবে।’