বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৩

অধিনায়ক হলেন এন্ডারসন

ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৫ (বাসস) : কাউন্টি চ্যাম্পিয়নশিপের আগামী আসরের জন্য ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা পেসার জেমস এন্ডারসনকে অধিনায়ক করেছে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব। 

কাউন্টি চ্যাম্পিয়নশিপের গত আসরে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দুই ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন ৪৩ বছর বয়সী এন্ডারসন। এবার আগামী আসরের জন্য ল্যাঙ্কাশায়ারের পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব পেলেন তিনি। গত বছরের মে মাসে ল্যাঙ্কাশায়ারের নেতৃত্ব থেকে অব্যাহতি দেন কিটন জেনিংস।  

ল্যাঙ্কাশায়ারের সাথে চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর পরই অধিনায়কের দায়িত্ব পান এন্ডারসন। অধিনায়কের মত গুরুদায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছেন তিনি। এন্ডারসন বলেন, ‘গত মৌসুমে প্রথমবার ল্যাঙ্কাশায়ারের অধিনায়কত্ব করা ছিল আমার জন্য বিশাল এক সম্মান। নতুন মৌসুম সামনে রেখে পুরো সময়ের জন্য এই দায়িত্ব নিতে পেরে আমি সত্যিই গর্বিত।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলটি তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ভারসাম্যপূর্ণ একটি দল। আমরা এক সাথে অনেক কিছু অর্জনের পাশাপাশি আমাদের প্রধান লক্ষ্য হল- আবারও ডিভিশন ওয়ানে ফিরে যাওয়া।’

২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এন্ডারসন। এরপর থেকে নিয়মিত কাউন্টি ক্রিকেটে খেলছেন তিনি। ২০০২ সালে ল্যাঙ্কাশায়ায়েরর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল এন্ডারসনের। প্রথম শ্রেণিতে ৩০৪ ম্যাচ খেলে ১,১৪৩ উইকেট শিকার করেছেন এই ডান-হাতি পেসার। 

ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্যারিয়ারে ১৮৮ ম্যাচে ৭০৪ উইকেট নিয়েছেন এন্ডারসন। ক্রিকেট ইতিহাসে পেস বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড এটি। 

আগামী বছরের ৩ এপ্রিল নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের নতুন বছর শুরু করবে ল্যাঙ্কাশায়ার।