বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ২১:২৪

প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু কাল

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫ (বাসস) : আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লীগ (এফডিসিএল) ২০২৫-২০২৬ মৌসুম। ইতোমধ্যে আসরের  প্রথম দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের লিগে ২০টি দল দুটি গ্রুপে বিভক্ত হয় খেলবে। এফডিসিএল থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দল পরবর্তী মৌসুমে ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) খেলার টিকিট পাবে। 

লিগের ম্যাচগুলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি, পিকেএসপি এবং সিলিকন সিটি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। 

‘এ’ গ্রুপে আছে পারটেক্স স্পোর্টিং ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, আম্বার স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, লালমাটিয়া ক্লাব, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র, ঢাকা ইউনাইটেড, বারিধারা ড্যাজলার্স।

‘বি’ গ্রুপে আছে- শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, এস কে জামাল ক্রিকেটার্স, সূর্যতরুণ ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, কাকরাইল বয়েজ ক্লাব, ট্রাই স্টেট ক্রিকেটার্স, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব এবং বিকেএসপি।

আগামীকাল গ্রুপ ‘এ’তে পাঁচটি ম্যাচ দিয়ে মৌসুম শুরু হবে। পিকেএসপি-২এ বারিধারা ড্যাজলার্সের মুখোমুখি হবে পারটেক্স স্পোর্টিং ক্লাব, বিকেএসপি-৩-এ লড়বে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ও ঢাকা ইউনাইটেড, বিকেএসপি-৪-এ আম্বার স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ কলাবাগান ক্রীড়া চক্র, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলবে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব ও ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, সিলিকন সিটি গ্রাউন্ডে লড়বে লালমাটিয়া ক্লাব ও ধানমন্ডি ক্রিকেট ক্লাব।