শিরোনাম

ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৫ (বাসস) : প্রথম দুই ম্যাচ শেষে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। সিরিজে লিড নেওয়ার লক্ষ্য নিয়ে আগামীকাল তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ধর্মশালায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
১০১ রানের বড় জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে ভারত। প্রথমে ব্যাট করে হার্ডিক পান্ডিয়ার ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান করে টিম ইন্ডিয়া। ৬টি চার ও ৪টি ছক্কায় ২৮ বলে অপরাজিত ৫৯ রান করেন পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি ৩ উইকেট নেন।
জবাবে ভারতের বোলিং তোপে ১২ দশমিক ৩ ওভারে ৭৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ২২ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন ডেওয়াল্ড ব্রেভিস। ভারতের চার বোলার ২টি করে উইকেট শিকার করেন।
দ্বিতীয় ম্যাচে ওপেনার কুইন্টন ডি ককের হাফ-সেঞ্চুরিতে ৪ উইকেটে ২১৩ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। ডি কক ৪৬ বলে পাঁচ বাউন্ডারি ও সাত ওভার বাউন্ডারিতে ৯০ রান করেন।
২১৪ রান তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ৫ বল বাকী থাকতে ১৬২ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন তিলক ভার্মা। দক্ষিণ আফ্রিকার ওটনিল বার্টম্যান ২৪ রানে ৪ উইকেট নেন।
দ্বিতীয় ম্যাচের ব্যর্থতা ভুলে জয়ের ধারায় ফিরতে চায় ভারত। দলের মিডল অর্ডার ব্যাটার তিলক বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা সব বিভাগেই ব্যর্থ হয়েছি। তবে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। তৃতীয় ম্যাচেই জয় পেতে মরিয়া পুরো দল। জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।’
তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকারও। আক্রমণাত্মক ক্রিকেট খেলে জয়ের ধারা অব্যাহত রাখতে চান প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম, ‘দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি। এই ধারা অব্যাহত রেখে জয়ের ধারায় থাকতে চাই। তিন বিভাগে ভালো খেলতে পারলে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’
টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ৩৩ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে ভারতের জয় ১৯ ম্যাচে এবং দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৩ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
দক্ষিণ আফ্রিকা দল : আইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টমান, কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, জর্জ লিন্ডে, কিওয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টি, ট্রিস্টান স্টাবস।
ভারত দল : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদ্বীপ সিং, কুলদিপ যাদব, হার্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর।