বাসস
  ১১ ডিসেম্বর ২০২৫, ২০:৫৮

সৌদি পেশাদার লিগে সালাহকে নিয়ে আগ্রহ

ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে টার্গেট করেছে সৌদি পেশাদার লিগের বিভিন্ন ক্লাব। লিগের প্রধান নির্বাহী ওমর মুঘারবেল ওয়ার্ল্ড ফুটবল সামিটে এই তথ্য নিশ্চিত করেছেন। 

মিশরীয় এই তারকা ফরোয়ার্ডের সাথে লিভারপুলের ম্যানেজার আর্নে স্লটের সম্পর্ক মোটেই ভাল যাচ্ছেনা। যে কারনে মঙ্গলবার ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ১-০ গোলে জয়ের ম্যাচে সালাহকে দলে রাখেননি স্লট। 

এবারের মৌসুমে ১৫ ম্যাচে ৯ পরাজয়ে মার্সিসাইড ক্লাবটির ফর্মহীনতা প্রমানিত হয়। প্রিমিয়ার লিগে লিডসের সাথে ৩-৩ গোলে ড্রয়ের পর সালাহ অভিযোগ করে বলেছিলেন লিভারপুলের বাজে ফর্মের দায় তার উপর এককভাবে চাপানো হচ্ছে। 

সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুটবল সামিটে মুঘারবেল বলেছেন সৌদি পেশাদার ক্লাবগুলো সালাহকে দলে নিতে মুখিয়ে আছে। কিন্তু এজন্য তাদের লিভারপুলের সাথে সমঝোতয় আসতে হবে। এটা নিশ্চিত যে সৌদি ক্লাবগুলোর টার্গেটে তিনি পরিনত হয়েছেন।

৩৩ বছর বয়সী সালাহকে নিয়ে এর আগেও সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহের কথা শোনা গিয়েছিল। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আল-ইত্তিহাদের ১৫০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল লিভারপুল।

জানুয়ারিতে মধ্যপ্রাচ্যের ক্লাবে যাবার ব্যপারে প্রশ্ন করা হলে সালাহ বলেন, ‘এ ব্যপারে আমি কোন উত্তর দিতে চাচ্ছিনা। কারন এখনো আমি লিভারপুলের সাথে চুক্তিবদ্ধ আছি।’