শিরোনাম

ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী) শনিবার থেকে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে।
শনিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কোষাধ্যক্ষ মো: খালেদ আনোয়ার।
প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে ৪টি করে মোট ৮টি দল অংশ নিচ্ছে। পুরুষ বিভাগের দলগুলো হলো : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব এবং টীম হ্যান্ডবল ঢাকা।
নারী বিভাগে অংশ নিবে বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, বর্ডার গার্ড বাংলাদেশ এবং ফারুক তমাল স্পোর্টস একাডেমী ।
প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর।
প্রথম দিন ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ১০.৩০ মিনিটে নারী বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপি বনাম ফারুক তমাল স্পোর্টস একাডেমি এবং দুপুর ১২টায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব বনাম বিজিপি দল মুখোমুখি হবে।
দুপুরে পুরুষ বিভাগে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে দুপুর ২টায় বিজিবি বনাম টিম হ্যান্ডবল ঢাকা ও দ্বিতীয় ম্যাচে বিকেল ৩.৩০ মিনিটে আনসার বনাম বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব মুখোমুখি হবে।