শিরোনাম

ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে অংশ নেবে নোয়াখালী এক্সপ্রেস। আগামী আসরের জন্য আফগানিস্তানের পেসার বিলাল সামির সাথে চুক্তি করেছে নোয়াখালী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানিয়েছে নোয়াখালী।
গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফরে আফগানিস্তানের হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচে বল হাতে চমক দেখান সামি। ৭.১ ওভার বল করে ৩৩ রানে ৫ উইকেট নেন তিনি। সামির দুর্দান্ত বোলিং নৈপুন্যে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে আফগানরা।
প্রথমবারের মত বিপিএলে খেলবেন সামি। আসন্ন আসরে নোয়াখালীতে স্বদেশী মোহাম্মদ নবীকে পাবেন তিনি। ইতোমধ্যে নবীর সাথে চুক্তি করেছে নোয়াখালী। বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে নবীর। বিপিএলে পাঁচটি ভিন্ন দলের হয়ে খেলেছেন তিনি।
বিলাল এবং নবী ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের পেসার ইবরার আহমেদকে দলে নিয়েছে নোয়াখালী। যদিও আরব আমিরাতের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখনও খেলার সুযোগ পাননি ২১ বছর বয়সী ইবরার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ তিনি। আবুধাবি টি টেন লিগে ডেকান গ্লাডিয়েটর্সের হয়ে এবং আইএল টি-২০ লিগে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এই ডান-হাতি পেসার।
নিলামের আগে শ্রীলংকার উইকেটরক্ষক-ব্যাটার কুশল মেন্ডিসকে এবং ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার জনসন চার্লসের সাথে চুক্তি করেছে নোয়াখালী। পিএসএল, আইপিএল, এলপিএলসহ বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও কখনও বিপিএল খেলা হয়নি মেন্ডিসের।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে শ্রীলংকা। তাই বিপিএলে সব ম্যাচ খেলতে পারবেন না মেন্ডিস।