শিরোনাম

ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : এগিয়ে থেকেও ম্যানচেস্টার সিটির কাছে চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ। ৪৩ মিনিটে সিটির হয়ে জয়সূচক গোলটি করেছেন আর্লিং হালান্ড।
এবারের মৌসুমে ক্লাব ও দেশের হয়ে এটি হালান্ডের ৩৪তম গোল।
এদিকে দিনের আরকে ম্যাচে ক্লাব ব্রাগকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপীয়ান আসনে শতভাগ জয়ের ধারা ধনে রেখেছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। এই জয়ে ৬ ম্যাচে সম্ভাব্য ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে এককভাবে শীর্ষে রয়েছে গানার্সরা।
স্প্যানিশ গোলরক্ষক উনাই সাইমনের দুর্দান্ত পারফরমেন্সে এ্যাথলেটিক বিলবাও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির সাথে গোলশুন্য ড্র করেছে। ২৮ বছর বয়সী সাইমন বেশ কিছু নিশ্চিত গোলের সুযোগ রুখে দিয়ে স্বাগতিক বিলবাওয়ের প্লে-অপে খেলার স্বপ্ন টিকিয়ে রেখেছে। এ্যাথলেটিকের সাইমনের কারনে বারবার হতাশ হওয়া পিএসজি এই ড্রয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। লিগ পর্বের এখনো দুই রাউন্ড খেলা বাকি রয়েছে।
এনিয়ে ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত হলো রিয়াল। এর আগে সপ্তাহের শেষে সেল্টা ভিগোর কাছে লা লিগায় ২-০ গোলে পরাজিত হবার পর কোচ জাবি আলোনসোর ভবিষ্যত নিয়ে আলোচনা শুরু হয়। সব ধরনের প্রতিযোগিতায় শেষ আট ম্যাচের মাত্র দুটিতে জয়ী হয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।
সিটির হয়ে ম্যাচে বাকি গোলটি করেছেন নিকো ও’রেলি। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার প্রথম গোল। ৩৫ মিনিটের এই গোলেই রিয়াল ম্যাচে সমতা ফেরায়। এর আগে ২৮ মিনিটে রডরিগোর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু বেশীক্ষন লিড ধনে রাখতে পারেনি। কর্ণার থেকে ভিনিসিয়াস জুনিয়র ম্যাচে সমতা ফেরানোর ভাল সুযোগ পেয়েছিলেন। কিন্তু সিটি গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা সেই প্রচেষ্টা রুখে দেন।
এবারের মৌসুমে সিটির জার্সিতে ২১ ম্যাচে ২১তম গোল করলে নরওয়েজিয়ান তারকা হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগে ৫০ ম্যাচে শুরুর একাদশে থেকে করেছেন ৫১তম গোল।
বেলজিয়ান জায়ান্ট ক্লাবের বিপক্ষে নোনি মাদুয়েকের জোড়া গোলে আর্সেনাল ষষ্ঠ ম্যাচে টানা ষষ্ঠ জয় নিশ্চিত করে শেষ ষোলর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা গানার্সরা ইতোমধ্যেই শীর্ষ আটে পৌঁছানোর জন্য গত মৌসুমের তুলনায় বেশী পয়েন্ট (১৮) সংগ্রহ করে ফেলেছে। এখনো লিগ পর্বের দুই ম্যাচ বাকি রয়েছে।
জুভেন্টাস ২-০ গোলে পাফোসকে পরাজিত করলেও আরেক ইতালিন জায়ান্ট নাপোলি হোসে মরিনহোর বেনফিকার কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে।
দিনের অপর ম্যাচগুরোতে বরুসিয়া ডর্টমুন্ড বোডো/গ্লিমেটের সাথে ও বায়ার লেভারকুসেন নিউক্যাসলের সাথে ২-২ গোলে ড্র করেছে।