শিরোনাম

ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের ডান-হাতি পেসার ব্লেয়ার টিকনার।
গতকাল থেকে ওয়েলিংটনে শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ও উইকেটরক্ষক টেভিন ইমলাখের ফ্লিক করা শটে ফাইন লেগে ডাইভ দিয়ে বাউন্ডারি ঠেকাতে গিয়ে কাঁধে ব্যথা পান টিকনার। এরপর নিউজিল্যান্ডের মেডিকেল স্টাফদের সহায়তায় স্ট্রেচারে মাঠ থেকে সরাসরি হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসা ও পরীক্ষা-নিরিক্ষার পর জানা যায়, টিকনারের কাঁধের হাড় স্থানচ্যুত হয়েছে। ফলে প্রথম দিন দ্বিতীয় সেশনের বাকী অংশ ও শেষ সেশনে আর মাঠে ফিরেননি তিনি। এমনকি দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতেও নামেননি টিকনার।
হাসপাতাল থেকে ফিরে দলে যোগ দিলেও টিকনারের মাঠে ফেরার নির্ভর করছে চিকিৎসকদের মূল্যায়নের পর। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে মাঠে ফেরার বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামতের অপেক্ষায় আছেন টিকনারের। এরপরই জানা যাবে কবে মাঠে ফিরবেন তিনি। তবে ওয়েলিংটন টেস্টে আর বোলিং-ফিল্ডিং করতে পারবেন না তিনি। খুব প্রয়োজন না হলে ব্যাটিংয়েও নামবেন না।
ম্যাট হেনরি ও ন্যাথান স্মিথের ইনজুরিতে আড়াই বছরেরও বেশি সময় পর টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন টিকনার। কিন্তু পুরো টেস্ট না খেলেই মাঠের বাইরে ছিটকে যেতে হল তাকে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সফর বোলার টিকনার। ১৬ ওভার বল করে ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।
এই ম্যাচের আগে নিউজিল্যান্ডের হয়ে ৩ টেস্টে ১২ উইকেট শিকার করেছেন ৩২ বছর বয়সী টিকনার।