শিরোনাম

ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৫ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের ওয়েস্ট ইন্ডিজের ২০৫ রানের জবাবে ২৭৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে ৭৩ রানের পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ২ উইকেটে ৩২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেট হাতে নিয়ে ৪১ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।
ওয়েলিংটনে গতকাল থেকে শুরু হওয়া টেস্টের প্রথম দিনই ২০৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে দিন শেষে বিনা উইকেটে ২৪ রান করেছিল নিউজিল্যান্ড।
দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নৈপুন্যে বড় স্কোর দাঁড় করাতে পারেনি নিউজিল্যান্ড। ৭৪.৪ ওভারে ২৭৮ রানে গুটিয়ে যায় তারা।
দলের হয়ে জোড়া হাফ-সেঞ্চুরি করেন ওপেনার ডেভন কনওয়ে ও মিচেল হে। ৮টি চারে কনওয়ে ৬০ এবং হে ৯টি চার ও ১টি ছক্কায় ৬১ রানের ইনিংস খেলেন।
নিউজিল্যান্ড ইনিংসে দু’টি হাফ-সেঞ্চুরির জুটি হয়েছে। ৩৬ রানে প্রথম উইকেট পতনের পর কেন উইলিয়ামসনকে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন কনওয়ে। এরপর ১৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। এ অবস্থায় দলকে চাপমুক্ত করেন ড্যারিল মিচেল ও উইকেটরক্ষক মিচেল হে। পঞ্চম উইকেটে ৭৩ রান যোগ করেন হে ও মিচেল।
উইকেটে সেট হয়ে সাজঘরে ফিরেন দলের সেরা ব্যাটার উইলিয়ামসন ও মিচেল। ৭ বাউন্ডারিতে উইলিয়ামসন ৩৭ এবং ১টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ২৫ রান করেন মিচেল।
সতীর্থরা সঙ্গ দিতে না পারায় ২৩ রানে অপরাজিত থাকতে হয়েছে জ্যাক ফকসকে। প্রথম দিন ডাইভ দিয়ে বাউন্ডারি ঠেকাতে গিয়ে কাঁধের হাড় স্থানচ্যুত হয় নিউজিল্যান্ড পেসার ব্লেয়ার টিকনারের। ফলে ব্যাট হাতে নামতে পারেননি তিনি। একজন কম নিয়ে ব্যাট করেছে কিউইরা।
এন্ডারসন ফিলিপ ৩টি ও কেমার রোচ ২টি উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ২৪ রানের সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। ভাল শুরুর ইঙ্গিত দিয়ে ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বসে তারা। ওপেনার জন ক্যাম্পবেল ১৪ ও নাইটওয়াচম্যান ফিলিপ খালি হাতে ফিরেন।
আরেক ওপেনার ব্র্যান্ডন কিং ১৫ ও কেভাম হজ ৩ রানে অপরাজিত আছেন।
জ্যাকব ডাফি ও হে ১টি করে উইকেট নেন।