শিরোনাম

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে নিয়েই দল ঘোষনা করেছে রিয়াল মাদ্রিদ। কিছুদিন ধরে ফিটনেস সমস্যায় এমবাপ্পের এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কা ছিল।
আঙ্গুলের হাড়ে চিড় ধরার পাশাপাশি আরো কিছু অস্বস্তির কারনে মঙ্গলবার অনুশীলনে ছিলেন না ফরাসি এই সুপারস্টার। এদিকে রিয়ালের সাম্প্রতিক ফর্মহীনতায় পেপ গার্দিওলার দলের বিপক্ষে পরাজিত হলে কোচ জাবি আলোনসোর বিদায় নিশ্চিত, এমন খবরে স্প্যানিশ গণমাধ্যমগুলো বেশ সড়ব রয়েছে।
সব মিলিয়ে মাদ্রিদের পরিস্থিতি মোটেই অনুকুলে নয়। লস ব্ল্যাঙ্কোসরা সব ধরনের প্রতিযোগিতায় সাত ম্যাচের মাত্র দুটিতে জয়ী হয়েছে।
এবারের মৌসুমে এখন পর্যন্ত সব মিলিয়ে ২১ ম্যাচে ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন এমবাপ্পে।