শিরোনাম

ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৫ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে এ্যাশেজ সিরিজে তৃতীয় টেস্টে ১৫ সদস্যের অস্ট্রেলিয়া দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স।
ব্রিসবেন টেস্টের দল থেকে একমাত্র পরিবর্তন হিসেবে কামিন্স দলে অন্তর্ভূক্ত হয়েছেন। দ্বিতীয় টেস্টে ৮ উইকেটে জয়ী হয়ে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
পিঠের ইনজুরির কারনে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে মাঠের বাইরে ছিলেন ৩২ বছর বয়সী কামিন্স।
অস্ট্রেলিয়ান কোচ এ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, ‘দলে ফিরে আসার জন্য সে সেরা প্রস্তুতি নিয়েছে বলে আমরা মনে করি।’
এদিকে পিঠের ইনজুরির কারনে দ্বিতীয় টেস্টে খেলতে না পারা চাপে থাকা অভিজ্ঞ ওপেনার উসমান খাজা দলে তার জায়গা ধরে রেখেছেন।
আগামী ১৭ ডিসেম্বর থেকে এডিলেড ওভালে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে।
দ্বিতীয় টেস্টে উসমান খাজার পরিবর্তে মূল দলে জায়গা পেয়েছিলেন জস ইংলিস। জেক ওয়েদারাল্ডের সাথে ট্রাভিস হেড ওপেনিংয়ে নামায় ইংলিসকে মিডল অর্ডারে খেলতে হয়েছে।
এডিলেডে যদি হেড আবারো ইনিংস ওপেন করতে নামেন তাহলে ব্যাটিং অর্ডারে খাজাকে নামিয়ে আনার বিষয়টি উড়িয়ে দেননি ম্যাকডোনাল্ড।
২০২১-২২ এ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে খাজা দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। সিডনিতে ড্র হওয়া টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ ও দ্বিতীয় ইনিংসে ১০১ রানে অপরাজিত ছিলেন খাজা।
অস্ট্রেলিয়ান কোচ বলেছেন, খাজা যদি ম্যাচ খেলার জন্য ফিট থাকেন তবে সার্ফেসের পরিস্থিতি বুঝে ব্যাটিং অর্ডার ঠিক করা হবে। আমরা মনে করতে চাইযে প্রতিটি ব্যাটারেরই যেকোন অর্ডারে ব্যাটিং করার দক্ষতা থাকতে হবে। খাজার মধ্যে এই গুন রয়েছে।
৫৬২ টেস্ট উইকেট পাওয়া অভিজ্ঞ অফ-স্পিনার ন্যাথান লিঁও আবারো দলে ফিরতে পারেন। অল-সিম এ্যাটাক নিয়ে গ্যাবায় নামার সিদ্ধান্তের কারনে ১২ বছরের মধ্যে প্রথমবারের মত ঘরের মাঠে কোন টেস্ট থেকে বাদ পড়েছিলেন লিঁও।
কামিন্স যদি শেষ পর্যন্ত খেলার জন্য উপযুক্ত হন তবে মিচেল স্টার্কের সাথে পেস আক্রমনে স্কট বোল্যান্ড, মাইকেল নেসের ও ব্রেন্ডান ডগেটের মধ্যে যেকোন একজন দলে জায়গা ধরে রাখতে পারবেন।
১৮ উইকেট নিয়ে সিরিজে সর্বোচ্চ উইকেট প্রাপ্তির তালিকায় শীর্ষে থাকা স্টার্ক ব্রিসবেনে প্রথম ইনিংসে ব্যাট হাতে ৭৭ রান করার পর কিছুটা ইনজুরি সমস্যায় ভুগছিলেন। কিন্তু ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছে তৃতীয় টেস্টের জন্য স্টার্ক পুরোপুরি ফিট।
এডিলেডের পর সিরিজের চতুর্থ টেস্ট বক্সিং ডে থেকে মেলবোর্নে শুরু হবে। এরপর ৪ জানুয়ারি সিডনিতে শুরু হবে পঞ্চম ও শেষ টেস্ট।
তৃতীয় টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, এ্যালেক্স ক্যারে, ব্রেন্ডান ডগেট, ক্যামেরোন গ্রীন, ট্রাভিস হেড, জস ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লিঁও, মাইকেল নেসের, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার।