বাসস
  ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৭

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল শুরু

ছবি : বাসস

বান্দরবান, ৯ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হলো পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।

মঙ্গলবার বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর আয়োজনে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শামীম আরা রিনি টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মো: আবুল মুনসুর, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য উবাথোয়াই মার্মা, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমসহ জেলা পরিষদের কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বান্দরবান পৌরসভা ফুটবল দল বনাম বান্দরবান সদর উপজেলা ফুটবল দল। উত্তেজনাপূর্ণ এই খেলায় বান্দরবান পৌরসভা দল ২-০ গোলে সদর উপজেলা দলকে পরাজিত করে।

এবারের টুর্নামেন্টে বান্দরবানের সাতটি উপজেলা ফুটবল দল এবং বান্দরবান সদর ফুটবল দলসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতা শেষ হবে আগামী ১৪ ডিসেম্বর। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে আকর্ষণীয় পুরস্কার ও গোল্ডকাপ ট্রফি প্রদান করা হবে।