বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:২০

জয় থেকে ১ উইকেট দূরে রাজশাহী

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দুই বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলাম ও নাহিদুজ্জামানের বোলিং নৈপুন্যে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের সপ্তম ও শেষ রাউন্ডের ম্যাচ জিততে আর মাত্র ১ উইকেট দরকার রাজশাহী বিভাগের।

৪২৮ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে তৃতীয় দিন শেষে ২২৭ রানের বিনিময়ে ময়মনসিংহের ৯ উইকেট তুলে নিয়েছে রাজশাহী। ম্যাচ জিততে ১ উইকেট হাতে নিয়ে আরও ২০১ রান করতে হবে ময়মনসিংহকে। এ ম্যাচ হেরে গেল শিরোপা জয়ের সুযোগ শেষ হয়ে যাবে ময়মনসিংহের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ২৯২ রানে এগিয়ে ছিল রাজশাহী। প্রথম ইনিংস থেকে পাওয়া ৮২ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৬ উইকেটে ২১০ রান করেছিল রাজশাহী।

রহিম আহমেদ ৪৭ ও শাকির হোসেন ৩০ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামেন। রহিম ৫৭ রানে আউট হলেও সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন শাকির। কিন্তু নার্ভাস নাইন্টিতে থেমে যান তিনি। ১৫টি চারে ৯৪ রান করেন শাকির। ৩৪৫ রানে শেষ হয় রাজশাহীর ইনিংস। এতে ময়মনসিংহকে ৪২৮ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় রাজশাহী।
ময়মনসিংহের আসাদুল্লাহ গালিব-আবু হায়দার ও রাকিবুল হাসান ৩টি করে উইকেট নেন।

৪২৮ রানের টার্গেটে খেলতে নেমে সানজামুল ও নাহিদুজ্জামানের ঘূর্ণিতে পড়ে ৯৯ রানে ৫ ও ১৯২ রানে নবম উইকেট হারায় ময়মনসিংহ।

টপ অর্ডারে মোহাম্মদ নাইম ৫০ রান করেন। লোয়ার অর্ডারে ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ম্যাচকে চতুর্থ দিনে নেন আবু হায়দার। শেষ ব্যাটার গালিবকে নিয়ে দিনের শেষ ২৯ বল খেলে অবিচ্ছিন্ন থাকেন আবু হায়দার। ৬ চার ও ৯ ছক্কায় ৮৯ বলে ৯৭ রানে অপরাজিত আছেন আবু হায়দার। ১ রানে অপরাজিত আছেন গালিব।

সানজামুল ৪টি ও নিহাদুজ্জামান ৩ উইকেট নিয়েছেন।