বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:১৬

রুয়েল-ইফতির নৈপুন্যে চাপে সিলেট বিপক্ষে এগিয়ে বরিশাল

ছবি : বাসস

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পেসার রুয়েল মিয়ার বোলিং ও ইফতিখার হোসেন ইফতির হাফ-সেঞ্চুরিতে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডে সিলেট বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ২৩৭ রানে এগিয়ে বরিশাল বিভাগ। এ ম্যাচ জিতলে টানা দ্বিতীয়বারের মত জাতীয় লিগের শিরোপা জিতবে সিলেট।

রাজশাহীতে প্রথম ইনিংসে বরিশালের ৩১২ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২১৪ রান করেছিল সিলেট। ওপেনার ও অধিনায়ক জাকির হাসান ১৩০ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন ১৩০ রানেই থেমে যান জাকির। তার বিদায়ের পর পরের দিকের ব্যাটাররা লিড এনে দিতে পারেননি সিলেটকে। ২৮৭ রানে গুটিয়ে যায় সিলেট। প্রথম ইনিংস থেকে ২৫ রানের লিড পায় বরিশাল।

লোয়ার অর্ডারে তোফায়েল আহমেদ ৪৬ ও শাহানুর রহমানের ৩৮ রান করেন।

বরিশালের রুয়েল ৮৫ রানে ৫ উইকেট নেন। এই নিয়ে টানা তৃতীয় ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। আগের ম্যাচে ময়মনসিংহর বিপক্ষে দুই ইনিংসে ৫টি করে উইকেট শিকার করেছিলেন রুয়েল।

২৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৩৮ রানে ২ উইকেট হারায় বরিশাল। এরপর ওপেনার ইফতির হাফ-সেঞ্চুরিতে ভাল অবস্থায় থেকে দিন শেষ করে বরিশাল।

প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষায় থেকে দিন শেষ করেছেন ইফতি। ৯টি চার ও ৩টি ছক্কায় ১৫৯ বলে ৯৩ রানে অপরাজিত আছেন ইফতি। তার সাথে ২৯ রানে অপরাজিত আছেন উইকেটরক্ষক জাহিদুজ্জামান।

সিলেটের চার বোলার ১টি করে উইকেট নেন।