শিরোনাম

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আমিরুল ইসলামে পঞ্চম হ্যাটট্রিকে অস্ট্রিয়াকে আজ ৪-৩ গোলে পরাজিত করে জুনিয়র হকি বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ ১৭তম স্থান অর্জনের পাশাপাশি জিতে নিয়েছে বিশ্বকাপের চ্যালেঞ্জার্স ট্রফি।
মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে আজও হ্যাটট্রিকের দেখা পেয়েছেন আমিরুল। ১৫ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আমিরুল। ২৭ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান দ্বিগুন করেন হোজিফা হোসেন। ৩৫ মিনিটে রাকিবুল হাসান দুর্দান্ত এক ফিল্ড গোলে বাংলাদেশকে আরো এগিয়ে দেন। ৪৪ মিনিটে অস্ট্রিয়ার হয়ে এক গোল পরিশোধ করেন এ্যান্ডর লোসোনকি। ৫০ মিনিটে শক্তিশালী পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল নিজের দ্বিতীয় গোল পূরণ করেন। ২ মিনিট পর আবারো পেনাল্টি স্ট্রোক পায় বাংলাদেশ। এবারও আমিরুল স্ট্রোক থেকে গোল করে টুর্নামেন্টের পঞ্চম হ্যাটট্রিক পূরণ করেন। ৫১ ও ৫৭ মিনিটে অস্ট্রিয়া দুই গোল দিয়েও দলের হার এড়াতে পারেনি।
বিশ্বকাপে ছয় ম্যাচে আমিরুল পাঁচটি হ্যাটট্রিকসহ মোট ১৮ গোল করেছেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলে পরাজিত হয়েছিল। ঐ ম্যাচে আমিরুল ইসলামের হ্যাটট্রিকে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও দক্ষিণ কোরিয়ার সাথে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। কোরিয়ার বিপক্ষেও হ্যাটট্রিক পেয়েছেন আমিরুল। পরের ম্যাচে বর্তমান রানার্স-আপ ফ্রান্সের কাছে ৩-২ গোলে পরাজিত হয় লাল সবুজের প্রতিনিধিরা। এরপর ওমানের জালে দিয়েছে ১৩ গোল, যে ম্যাচে আমিরুল হ্যাটট্রিকসহ পাঁচ গোল দিয়েছেন। স্থান নির্ধারণী ম্যাচে আমিরুল ইসলামের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে পরাজিত করেছিল বাংলাদেশের যুবারা।