বাসস
  ০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৪

মুকিদুল ও ইকবালের নৈপুন্যে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল রংপুর

ঢাকা, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পেসার মুকিদুল ইসলাম ও ব্যাটার ইকবাল হোসেনের নৈপুন্যে ২৭তম জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল রংপুর বিভাগ।

সপ্তম ও শেষ রাউন্ডের তৃতীয় দিন রংপুর ৭ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগকে। ফলে ৭ ম্যাচে ৩ জয়, ১ হার ও ৩ ড্র’তে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল রংপুর। এই রাউন্ডে সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের ফলাফলের উপর নির্ভর করবে রংপুরের শিরোপা। এই দু’দল হেরে গেলে, ড্র বা টাই করলেই শিরোপার স্বাদ নেবে রংপুর।

রংপুরের কাছে হেরে ৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে খুলনা। সিলেটের কাছে বরিশাল হারলে চতুর্থ স্থানে থেকে এবারের আসর শেষ করবে খুলনা।

বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ১৭৫ রানে এগিয়ে ছিল খুলনা। প্রথম ইনিংস থেকে পাওয়া ১৩৪ রানের লিড নিয়ে খেলতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ৪১ রান করেছিল খুলনা।

তৃতীয় দিন রংপুরের পেসার মুকিদুলের তোপে বাকী ৫ উইকেটে ৫৫ রান যোগ করে ৩৩.১ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় খুলনা। এতে জয়ের জন্য ২৩১ রানের টার্গেট পায় রংপুর।

খুলনার হয়ে দ্বিতীয় ইনিংসে জিয়াউর রহমান ৩০, অধিনায়ক মোহাম্মদ মিঠুন ১৯, আফিফ হোসেন ১২ ও নাহিদুল ইসলাম ১১ রান করেন।

রংপুরের মুকিদুল ১১ ওভার বল করে ২২ রানে ৫ উইকেট নেন। ৪৭ রানে ৩ উইকেট নিয়ে  খুলনাকে ১শর নীচে গুটিয়ে দিতে অবদান রাখেন শরিফুল ইসলামও।

২৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় রংপুর। অনিক সরকার সেতু ১৯ ও আব্দুল্লাহ আল মামুন ৪ রানে আউট হন। তৃতীয় উইকেটে ৯১ রানের জুুটিতে রংপুরকে জয়ের লড়াই রাখেন ইকবাল ও নাইম ইসলাম। ৬টি চারে ৪৫ রানে আউট হন নাইম।

দলীয় ১৩৯ রানে নাইম ফেরার পর রংপুরের জয় নিশ্চিত করেন ইকবাল ও অধিনায়ক আকবর আলি। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৯২ রানের জুটি গড়েন তারা।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩ ম্যাচের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান ইকবাল। ৯টি চার ও ৩টি ছক্কায় ১৭০ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন এই বাঁ-হাতি ব্যাটার।

আকবরের ২৭ বলে ৩২ রানের অনবদ্য ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা ছিল। ম্যাচ সেরা হন ইকবাল।
প্রথম ইনিংসে খুলনা ৩০৮ ও রংপুর ১৭৪ রান করে।