বাসস
  ১৬ অক্টোবর ২০২৫, ১৫:০৪
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৫:১৪

কাল শুরু হচ্ছে ডিআরইউ ইনডোর গেমস

ঢাকা, ১৬ অক্টোবর ২০২৫ (বাসস) :  ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ইনডোর গেমস-২০২৫’ শুক্রবার থেকে শুরু হচ্ছে। ইনডোর গেমসে পুরুষ ও নারী এই দুই বিভাগেই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

পুরুষ সদস্যদের ইভেন্টগুলো হচ্ছে : দাবা, ক্যারম (একক ও দ্বৈত), অকশন ব্রীজ, কল ব্রীজ (একক), অ্যাথলেটিক্স (২০০ মি:), সাঁতার, আর্চারি ও শ্যুটিং (রাইফেল পাওয়া সাপেক্ষে)। 

নারী সদস্যদের ইভেন্ট : ক্যারম (একক), লুডু ও শ্যুটিং (রাইফেল পাওয়া সাপেক্ষে)।

এবারের ইনডোর গেমসের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ভিসতা।