বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ২০:৫৩

বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫ (বাসস) : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) কাযনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আজ দুপুরে ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের বেঙ্কুয়েট হলে আয়োজিত বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় সভাপতিত্ব করেন বিওএ’র সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

সভায় মোট ৮৫ জন কার্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

নির্বাচন ছাড়াও আজকের সভায় বিওএ’র সংশোধিত গঠণতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। একইসাথে সংশোধিত গঠনতন্ত্রটি আইওসিতে প্রেরণের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়েছে।