বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ১৬:২০

বিশ্বকাপের টিকিট পেল ইংল্যান্ড, হাঙ্গেরির সাথে পয়েন্ট হারিয়ে অপেক্ষা বাড়লো পর্তুগালের

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫ (বাসস) : হ্যারি কেনের জোড়া গোলে মঙ্গলবার লাটভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। এদিকে হাঙ্গেরির সাথে ২-২ গোলে ড্র করে পর্তুগালকে চূড়ান্ত পর্বে যেতে আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। 

দিনের গুরুত্বপূর্ণ ম্যাচে ইসরায়েলকে পরাজিত করেছে ইতালি। বুলগেরিয়াকে বড় ব্যবধানে পরাজিত করে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আরো কাছাকাছি পৌঁছে গেছে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেন। 

লাটভিয়ার মাঠে এ্যাওয়ে ম্যাচে ইংল্যান্ড কোন ছাড় দেয়নি। ছয় ম্যাচে শতভাগ জয় নিয়ে থমাস টাচেলের দল দুই ম্যাচ হাতে রেখে গ্রুপ-কে’র শীর্ষ দল হিসেবে চূড়ান্ত পবে উঠেছে। দ্বিতীয় স্থানে থাকা আলবেনিয়ার থেকে ইংল্যান্ড ৭ পয়েন্ট এগিয়ে রয়েছে। 

২৬ মিনিটে এন্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ৪৪ মিনিট বুকায়ো সাকার এ্যাসিস্টে ব্যবধান দ্বিগুন করেন কেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে কেন আরো এক গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ইংলিশরা। বায়ার্ন মিউনিখের এই তারকা এই দুই গোলের মাধ্যমে এবারের মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ১৩ ম্যাচে ২১ গোল করলেন। ৫৮ মিনিটে মাকসিমস টোনিসেভের আত্মঘাতি গোলে ইংল্যান্ড আরো এগিয়ে যায়। ম্যাচ শেষের চার মিনিট আগে এবেরেজি এজে দলের হয়ে পঞ্চম গোলটি করেন। ডিসেম্বরে মূল পর্বের ড্রয়ের দিকেই এখন ইংল্যান্ডের নজড়। 

ইউরোপীয়ান বাছাইপর্বে ১২টি গ্রুপের শীর্ষ দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। গ্রুপের রানার্স-আপ দলগুলো খেলবে প্লে-অফ। 

গ্রুপের আরেক ম্যাচে এ্যান্ডোরকে ৩-১ গোলে পরাজিত করে আলবেনিয়ার থেকে এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে সার্বিয়া। 

লিসবনে স্টপেজ টাইমে হাঙ্গেরির বিপক্ষে ২-১ গোলে এগিয়ে ছিল পর্তুগাল। ধরেই নেয়া হয়েছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল গ্রুপ-এফ থেকে বিশ্বাকপে যাচ্ছে। ৮ মিনিটে আটিলা সাজালাইয়ের গোলে এগিয়ে গিয়েছিল হাঙ্গেরি। ২২ মিনিটে নেলসন সেমেডোর ক্রস থেকে পর্তুগালকে সমতায় ফেরান রোনাল্ডো। প্রথমার্ধের স্টপেজ টাইমে নুনো মেনডেসের ক্রস থেকে আবারো গোল করেন রোনাল্ডো। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে ২২৫তম ম্যাচে সর্বকালের সর্বেচ্চ ১৪৩ গোল করলেন ৪০ বছর বয়সী আল নাসরর এই তারকা। 

একইসাথে বিশ্বকাপ বাছাইপর্বে ৪১ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষ স্থান দখল করেছেন রোনাল্ডো। অবসরে যাওয়া ৩৯ বছর বয়সী গুয়াতেমালার জাতীয় দলের খেলোয়াড় কার্লোস রুইজের থেকে যা দুই গোল বেশী। 

ইনজুরি টাইমে লিভারপুলের ডোমিনিক সোবোজলাই পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়ালে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হাঙ্গেরি। 

বাছাইপর্ব শেষ হতে আর মাত্র দুই ম্যাচ বাকি আছে। চার ম্যাচ শেষে হাঙ্গেরি শীর্ষে থাকা পর্তুগালের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে। 

উদিনেসে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আগে গাজা-ফিলিস্তিন ইস্যুতে ইতালির রাস্তায় প্রতিবাদী মানুষের সমাবেশ লক্ষ্য করা গেছে। এমনকি তাদের পক্ষ থেকে ফিফার প্রতি ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার দাবীও উঠেছে। যে কারনে ব্লুনার্গি স্টেডিয়ামে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্যের উপস্থিতি ছিল। ম্যাচটিতে স্বাগতিক ইতালি ৩-০ গোলে জয়ী হয়। আগের দুই আসরে খেলতে না পারা ইতালি এবার আর কোন ভুল বকরতে চায়না। 

বুলগেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ই-গ্রুপ থেকে চার ম্যাচে চতুর্থ জয় নিশ্চিত করেছে স্পেন। এই জয়ে তুরষ্কের থেকে তিন পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইতালি। ঘরের মাঠে তুরষ্ক ৪-১ গোলে জর্জিয়াকে পারাজিত করেছে।