বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ১৬:০৯

কুমিল্লায় বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

কুমিল্লা (উত্তর), ১৫ অক্টোবর, ২০২৫(বাসস) : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর আয়োজিত বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ২০২৫-২৬ সিজনের জন্য জেলাভিত্তিক খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল থেকে দিনব্যাপী জেলা স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে মোট ৩টি ক্যাটাগড়িতে চলে এ বাছাই পর্ব।

জেলা ক্রীড়া সংস্থার তথ্য মতে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলার স্বপ্ন বাস্তবায়নে প্রথম ধাপ এর কার্যক্রম অনুযায়ী উক্ত বাছাই কার্যক্রম এর ধারাবাহিকতায় আজ কুমিল্লা জেলার বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ৭.৩০ টা হতে অনূর্ধ্ব ১৪, সকাল ১০ টা হতে অনূর্ধ্ব ১৬ এবং দুপুর ১ টা হতে অনূর্ধ্ব ১৮ বয়সী খেলোয়াড়দের কুমিল্লা জেলা ষ্টেডিয়ামের আউটার প্র্যাকটিস গ্রাউন্ড এ অনুষ্ঠিত হয়েছে।

জন্মনিবন্ধন  অনুযায়ী যাদের জন্মতারিখ ০১.০৯.২০১১ এর উপরে, তারা উক্ত অনুর্ধ ১৪ এর প্রাথমিক সিলেকশনে অংশগ্রহণ করেছে।  যাদের জন্মতারিখ ০১.০৯.২০০৯ এর উপরে, তারা উক্ত অনুর্ধ ১৬ এর প্রাথমিক সিলেকশনে অংশগ্রহণ করেছে। যাদের জন্মতারিখ ০১.০৯.২০০৭ এর উপরে, তারা উক্ত অনুর্ধ ১৮ এর প্রাথমিক সিলেকশনে অংশগ্রহণ করেছে।

৩টি ক্যাটাগড়িতে মোট প্রায় পৌনে চারশ এর মতো ক্ষুদে ক্রিকেটার বাছাইয়ে অংশ নেয়।

ক্রিকেট গেম ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ অফিসার কামরুল হাসান জানান, অনুর্ধ্ব ১৪, অনুর্ধ্ব ১৬ ও অনুর্ধ্ব ১৮ এ তিন ক্যাটাগড়িতে মোট ১৫০ জন প্লেয়ারকে পরবর্তী ধাপ মেডিকেলের জন্য বাছাই করা হয়েছে। মেডিকেলে উত্তীর্ণদের নিয়ে আগামী মৌসুমের জন্য জেলা বয়সভিত্তিক টিম গঠন করা হবে।

আগামী নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হবে বিসিবির দেশব্যাপী বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। সে টুর্নামেন্টকে সামনে রেখে জেলা পর্যায়ে এ বাছাই কার্যক্রম চলছে।

বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আসিফ তরুনাভ, গোলাম কিবরিয়া ও খালেদ সাইফুল্লাহ, চাঁদপুর জেলা কোচ সৈয়দ শামিম ফারুকী,  কুমিল্লা জেলা কোচ হাবীব মোল্লাবেগ জেমস।

জেলা কোচ হাবিব মোল্লাবেগ জেমস জানান, দিনব্যাপী বাছাই কার্যক্রমে আমরা ১৫০ জনকে মেডিকেলের জন্য সিলেক্ট করেছি। মেডিকেলে যারা উত্তীর্ণ হবে তাদের নিয়েই আগামী মৌসুমে বয়সভিত্তিক জেলা ক্রিকেট দল গঠিত হবে। অনেকগুলো ভালো ক্রিকেটার আমরা পেয়েছি।  আমরা আশা করছি তাদের সমন্বয়ে কুমিল্লা জেলা দল বয়সভিত্তিক টুর্নামেন্টে সফলতার স্বাক্ষর রাখবে।