শিরোনাম
ঢাকা, ১৩ অক্টোবর ২০২৫ (বাসস) : দুই ব্যাটার জন ক্যাম্পবেল ও শাই হোপের দুর্দান্ত সেঞ্চুরির পরও ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হারের মুখে পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন ৫৮ রান করতে হবে ভারতকে। আর ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে ৯ উইকেট শিকার করতে হবে।
দিল্লিতে টেস্টের প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে তৃতীয় দিন শেষ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৩ রান করেছিল ক্যারিবীয়রা। ইনিংস হার এড়াতে ৮ উইকেট হাতে নিয়ে আরও ৯৭ রান দরকার ছিল সফরকারীদের। ক্যাম্পবেল ৮৭ ও হোপ ৬৬ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিনের শুরু থেকে ভারতের বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেছেন ক্যাম্পবেল ও হোপ। ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজার বলে ছক্কা মেরে ২৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন ক্যাম্পবেল। অভিষেকের পর সবচেয়ে বেশি ইনিংস খেলে সেঞ্চুরি পাওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি।
সেঞ্চুরির পর ইনিংস বড় করার চেষ্টায় বেশি দূর যেতে পারেননি ক্যাম্পবেল। জাদেজার শিকার হয়ে ১১৫ রানে আউট হন তিনি। ১৯৯ বল খেলে ১২টি চার ও ৩টি ছক্কা মারেন এই বাঁ-হাতি ব্যাটার। ৩৫ রানে ২ উইকেট পতনের পর হোপের সাথে ১৭৭ রান যোগ করেন হোপ।
ক্যাম্পবেল ফিওে গেলে দীর্ঘ আট বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পান হোপ। সর্বশেষ ২০১৭ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। প্রথম দুই সেঞ্চুরির পর তৃতীয় সেঞ্চুরির জন্য ৫৮ ইনিংস অপেক্ষা করতে হয়েছে হোপকে। যা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একটি রেকর্ড। ৪৩তম টেস্টে তৃতীয় শতকের পর ভারতের পেসার মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হন হোপ। দলকে লিড এনে দেওয়ার পর সাজঘরের পথ ধরেন ১২টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে ২১৪ বলে ১০৩ রান করা হোপ।
দলীয় ২৭১ রানে হোপ ফেরার পর ভারতের স্পিনার কুলদীপ যাদব ও পেসার জসপ্রিত বুমরাহর তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ রানে মিডল অর্ডারের ৫ ব্যাটারকের হারায় তারা। এতে ৩১১ রানে ৯ উইকেট হারায় ক্যারিবীয়রা।
শেষ উইকেটে ৭৯ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ১২১ রানের লিড এনে দেন জাস্টিন গ্রেভস ও জেইডেন সিলেস। ৩২ রান করা সিলেসকে শিকার করে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ৩৯০ রানে ইতি টানেন বুমরাহ। ১৬ ইনিংস পর টেস্টে ৩শ বা তার বেশি রানের কোটা স্পর্শ করে ওয়েস্ট ইন্ডিজ। গত বছরের নভেম্বরে অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৫০ রান করার পর টানা ১৬ ইনিংসে ৩শর নীচে গুটিয়ে গিয়েছিল ক্যারিবীয়রা।
সিলেস ৩২ রানে আউট হলেও ৫০ রানে অপরাজিত থাকেন গ্রেভস। কুলদীপ ও বুমরাহ ৩টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১২১ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ওভারে যশ্বসী জয়সওয়ালকে হারায় ভারত। ৮ রান করে ফিরেন তিনি। দ্বিতীয় উইকেটে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন আরেক ওপেনার লোকেশ রাহুল ও সাই সুদর্শন। রাহুল ২৫ ও সুদর্শন ৩০ রানে অপরাজিত আছেন।