বাসস
  ১০ অক্টোবর ২০২৫, ১৯:২৫

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৫ (বাসস) : নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ দল।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি নিউজিল্যান্ড। ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করে তারা।

ভারতের গৌহাটিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ বলে ৩৫ রানের সূচনা করে নিউজিল্যান্ড। ইনিংসের নবম ওভারে দ্বিতীয়বারের মত আক্রমণে এসে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙেন বাংলাদেশ লেগ স্পিনার রাবেয়া খান। নিউজিল্যান্ড ওপেনার জর্জিয়া প্লামারকে ৪ রানে থামেন।

একই ওভারের চতুর্থ বলে সুমাইয়া আকতারের দারুণ থ্রোতে রান আউটের শিকার হন নিউজিল্যান্ডের আরেক ওপেনার সুজি বেটস। ৬টি চারে ২৯ রান করেন তিনি।

১১তম ওভারে বাংলাদেশকে তৃতীয় উইকেট উপহার দেন রাবেয়া। তিন নম্বরে নামা অ্যামেলিয়া কেরকে ১ রানে দারুণ ডেলিভারিতে বোল্ড করেন রাবেয়া। ৩৮ রানে ৩ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেয় বাংলাদেশ।

কিন্তু চতুর্থ উইকেটে জুটি বেঁধে উল্টো এরপর বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফিয়া ডিভাইন ও ব্রুক হালিডে। তাদের ১১২ রানের জুটিতে দেড়শতে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

৩৯তম ওভারে হালিডেকে থামিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। ৫টি চার ও ১টি ছক্কায় ৬৯ রান করেন হালিডে।

কিছুক্ষণ পর নিউজিল্যান্ডের আরেক সেট ব্যাটার ডিভাইনকে শিকার করেন অফ-স্পিনার নিশিতা আকতার নিশি। ২টি করে চার-ছক্কায় ৬৩ রান করেন ডিভাইন।

দলীয় ১৭৯ রানের মধ্যে হালিডে ও ডিভাইন ফিরলে নিউজিল্যান্ডের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। তবে পরের দিকে ম্যাডি গ্রিন ২৫, উইকেটরক্ষক ইসাবেল গাজে-লিয়া তাহুহু ১২ রান করে করলে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রানের লড়াকু পুঁজি পায় কিউইরা। বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বোচ্চ রান নিউজিল্যান্ডের।

রাবেয়া ৩০ রানে ৩টি, মারুফা-নাহিদা-নিশি ও ফাহিমা ১টি করে উইকেট নেন।