শিরোনাম
ঢাকা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে বাংলাদেশ একাদশে জায়গা হয়নি শমিত সোমের। কানাডা প্রবাসী এই মিডফিল্ডার গত পরশু বাংলাদেশে এসে কাল দলের সাথে যোগ দিয়েছেন। কোচ হাভিয়ের ক্যাবরেরার তাকে একাদশের বাইরে রেখেছেন।
এছাড়া একাদশ থেকে আরো বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তার অনুপস্থিতিতে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মিডফিল্ডার সোহেল রানা।
ইনজুরির কারনে রক্ষনভাগে জায়গা হয়নি তপু বর্মনের। সেন্ট্রাল ডিফেন্সে তারিক কাজির সাথে শাকিল আহাদ তপুই থাকছেন। দুই ভাই সাদ ও তাজ উদ্দিন হোম ম্যাচে দলে জায়গা ধরে রেখেছেন। গোলরক্ষক মিতুল মারমা রয়েছেন একাদশে।
মিডফিল্ডে হামজা চৌধুরীর সাথে সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র ও ফয়সাল আহমেদ ফাহিম এবং ফরোয়ার্ড লাইনে রয়েছেন শেখ মোরসালিন ও রাকিব হোসেন।
বাংলাদেশ একাদশ : মিতুল মারমা, তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র) রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ মোরসালিন।