শিরোনাম
ঢাকা, ১ অক্টোবর ২০২৫ (বাসস) : এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এ মাসেই জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আজ এই তথ্য নিশ্চিত করেছে।
আগামী ২০ অক্টোবর থেকে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। এছাড়া এই সফরে দুই দল তিনটি টি২০ ম্যাচও খেলবে। ২৯, ৩১ অক্টোবর ও ২ নভেম্বর টি২০ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
ইতোমধ্যেই আয়ারল্যান্ড, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। আফগানদের বিপক্ষে এই ফর্মেটে এটি তাদের এ বছরের ১০ম ম্যাচ হতে যাচ্ছে।
এদিকে এক বছরেরও কম সময়ের মধ্যে এনিয়ে দ্বিতীয়বার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১০ মাস আগে জিম্বাবুয়ে গিয়েছিল তারা। তিন ফর্মেটেই সফরকারী আফগানিস্তান জয় তুলে নেয়।
এ প্রসঙ্গে জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেছেন, ‘আরো একবার আফগানিস্তানকে স্বাগত জানানোর সুযোগ পেয়ে আমরা দারুন আনন্দিত। এবার হারারেতে একটি টেস্ট ও তিনটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যে লড়াইটা বেশ জমে ওঠে এবং সকলে সেটা উপভোগ করে। এবারের সিরিজটা আমাদের সমর্থকদের জন্য আরো বেশী উপভোগ্য হবে বলে আমরা আত্মবিশ্বাসী।
সূচী :
টেস্ট : ২০-২৪ অক্টোবর
১ম টি২০ : ২৯ অক্টোবর
২য় টি২০ : ৩১ অক্টোবর
৩য় টি২০ : ২ নভেম্বর