বাসস
  ০১ অক্টোবর ২০২৫, ১৭:৩৯

আগামী বছর টেনিসকে বিদায় জানাচ্ছেন মনফিলস

ঢাকা, ১ অক্টোবর ২০২৫ (বাসস) : ২০২৬ মৌসুমের শেষে পেশাদার টেনিস ক্যারিয়ারকে বিদায় জানানোর ঘোষনা দিয়েছেন বিশ্বের সাবেক ৬ নম্বর খেলোয়াড় গায়েল মনফিলস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে এই ফরাশি তারকা। 

গত ১ সেপ্টেম্বর ৩৯ বছরে পা দিয়েছেন মনফিলস। কোর্টে নিজের প্রতিশ্রুতি, ধারাবাহিকতা ও ছন্দের কারনে দারুন জনপ্রিয় ছিলেন। ২০০৫ সালে পোল্যান্ডে তার এটিপি ক্যারিয়ার শুরু হয়। ক্যারিয়ারে জয় করেছেন ১৩টি শিরোপা। জানুয়ারিতে অকল্যান্ডে সর্বশেষ শিরোপাটি জয় করেছেন। 

অকল্যান্ড ক্লাসিকে জয়ের মাধ্যমে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে এটিপি ট্যুর চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের রেকর্ড গড়েন মনফিলস। ঐ সময় তার বয়স ছিল ৩৮ বছর ৪ মাস। বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৫৩তম স্থানে থাকা মনফিলসের স্ত্রী ইউক্রেনের টেনিস তারকা এলিনা সেভিতোলিনা। 

এটিপি ট্যুরে সফল হলেও গ্র্যান্ড স্ল্যামে সাফল্য ছুঁতে পারেননি। ২০০৮ ফ্রেঞ্চ ওপেন ও ২০১৬ ইউএস ওপেনের সেমিফাইনালে তিনি পরাজিত হয়েছিলেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছে ক্যারিয়ার শেষ করার এটাই সঠিক সময় বে তিনি মনে করছেন। সেখানে তিনি লিখেছেন, ‘৩৯তম জন্মদিন পালনের সময় আমার মনে হয়েছে পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে আমার হাতে আর এক বছর সময় বাকি রয়েছে। ২১ বছরের ক্যারিয়ারে আমি অনেক কিছু অর্জণ করেছি।’