শিরোনাম
ঢাকা, ২৮ আগস্ট ২০২৫ (বাসস) : আগামী মাসে অনুষ্ঠেয় এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল থেকে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামছে পাকিস্তান-আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রাত ৯টায় সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান।
এশিয়া কাপের আগে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। কিন্তু আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে পাকিস্তান। যেহেতু আরব আমিরাতও এশিয়া কাপে অংশ নেবে।
ত্রিদেশীয় সিরিজে প্রত্যকটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে লড়বে। ৭ সেপ্টেম্বর হবে ফাইনাল।
ত্রিদেশীয় সিরিজের একদিন পর, ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতেই আট দলকে নিয়ে এশিয়া কাপ শুরু হবে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে ত্রিদেশীয় সিরিজকে পাচ্ছে পাকিস্তান-আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন বলেন, ‘আমাদের লক্ষ্য ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপ জয়। আসন্ন এই দুই টুর্নামেন্টেই নিজেদের সেরা পারফরমেন্স প্রদর্শন করতে চাই। ত্রিদেশীয় সিরিজ আমাদের জন্য পরীক্ষার মঞ্চ। এই টুর্নামেন্টের ম্যাচগুলো এশিয়া কাপে ভাল করতে বড় ভূমিকা রাখবে।’
ত্রিদেশীয় সিরিজকে এশিয়া কাপের জন্য প্রস্তুতির প্ল্যাটফর্ম মনে করছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। তিনি বলেন, ‘এশিয়া কাপের আগে এমন টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টের মাধ্যমে দলের ভুলগুলোসহ দুর্বলতা ফুটে উঠবে। এই সিরিজে ভাল করতে পারলে এশিয়া কাপ জয়ের দারুণ সুযোগ থাকবে আমাদের।’
রশিদের সুরে তাল মিলিয়ে আরব আমিরাতের দলনেতা মুহাম্মদ ওয়াসিম বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপ। ত্রিদেশীয় সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছি আমরা। এই সিরিজ থেকে এশিয়া কাপের জন্য দল বাছাই করব। এশিয়া কাপের জন্য প্রস্তুতির সেরা সুযোগ পাচ্ছে খেলোয়াড়রা।’
এশিয়া কাপের জন্য পাকিস্তান ও আফগানিস্তান দল ঘোষণা করলেও, এখনও দল সাজায়নি আরব আমিরাত। ত্রিদেশীয় সিরিজের ম্যাচ থেকে খেলোয়াড়দের পরখ করেই এশিয়া কাপের জন্য দল সাজাবে আরব আমিরাত।
আফগানিস্তান দল : রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমারজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শরফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশহাক, মুজিব উর রহমান, মোহাম্মদ গাজানফার, নুর আহমাদ, ফরিদ আহমাদ, আব্দুল্লাহ আহমাদজাই ও ফজলহক ফারুকি।
পাকিস্তান দল : সালমান আলি আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, সাহিব জাদা ফারহান, হাসান নাওয়াজ, সালমান মির্জা, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, হোসেন তালাত, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম।
সংযুক্ত আরব আমিরাত দল : মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুব পারাশর, ইথান ডি’সুজা, হায়দার আলী, হার্শিত কৌশিক, জুনায়েদ সিদ্দিকি, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মদ জোয়াইব, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), রোহিদ খান ও সাগির খান।