শিরোনাম
ঢাকা, ২৬ আগস্ট ২০২৫ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য নেদারল্যান্ডস দলে তিনটি পরিবর্তন এনেছে।
নতুন ডাক পাওয়া তিনজনের মধ্যে রয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেডরিক ডি ল্যাং। প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন সেডরিক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের টি২০ সিরিজ। তার আগেই ইনজুরির কারনে নেদারল্যান্ডস দল থেকে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। অন্যদিকে ব্যক্তিগত কারনে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব জুলফিকার।
এ কারনে ১৫ সদস্যের দলে সেডরিক ছাড়াও আরো ডাক পেয়েছেন পেসার সেবাস্টিয়ান ব্র্যাট ও অল-রাউন্ডার সিকান্দার জুলফিকার।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ঘরোয়া টি২০’তে ধারাবাহিক পারফর্ম করেই জাতীয় দলে ডাক পেয়েছেন ডি ল্যাং। নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছেন, ‘তরুনদের স্কোয়াডে সুযোগ করে দেয়া সবসময়ই আনন্দের। পুরো গ্রীষ্ম জুড়েই সেডরিক নিজেকে ঘরোয়া আসরে প্রমান করেছে। জাতীয় দলে তার ডাক পাওয়া সময়ের ব্যপার ছিল। এই সফরে সে কেমন করে সেদিকে আমরা সত্যিকার অর্থেই তাকিয়ে আছি। তার সামনে লম্বা ক্যারিয়ার অপেক্ষা করছে।’
নেদারল্যান্ডস স্কোয়াড : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্র্যাট, টিম প্রিঙ্গেল।