বাসস
  ২৫ আগস্ট ২০২৫, ২০:২২
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ২১:০৪

আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা

ঢাকা, ২৫ আগস্ট ২০২৫ (বাসস) : নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটাররা আগামীকাল মঙ্গলবার অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে।

জাতীয় দলের ক্রিকেটাররা দুই দলে বিভক্ত হয়ে এই ম্যাচ খেলবে। এর মধ্যে হাই পারফরমেন্স (এইচপি) থেকে তিনজন খেলোয়াড় যোগ দিবেন। টপ অর্ডার ব্যাটার মাহফিজুল ইসলাম রবিন, মিডল অর্ডার ব্যাটার আহরার আমিন ও লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকি এই ম্যাচে অংশ নিতে সিলেটে উড়ে গেছেন। 

আগামী ২৮ আগস্ট রাজশাহীতে এইচপি দলের বাকি সদস্যের সাথে এই তিনজনের যোগ দেবার কথা রয়েছে। 

গত ২০ আগস্ট থেকে সিলেটে প্রস্তুতি শুরু করেছে জাতীয় দল। স্কিল সেশনের পাশাপাশি ম্যাচের প্রস্তুতি নিয়েও গত দুইদিন কাজ হয়েছে। 

নেদারল্যান্ডস সিরিজের জন্য ইতোমধ্যেই দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের এই দলটিই এশিয়া কাপে অংশ নিবে।