শিরোনাম
ঢাকা, ২৫ আগস্ট ২০২৫ (বাসস) : আইসিসির ডেভেলপমেন্ট কর্মশালায় যোগ দিতে শ্রীলংকায় পৌঁছেছে বাংলাদেশের আম্পায়ারদের একটি গ্রুপ।
আইসিসির তালিকাভূক্ত সাতজন বাংলাদেশি আম্পায়ার দুইদিনের এই কর্মশালায় যোগ দিয়েছেন। যার মধ্যে নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিও রয়েছেন। এই কর্মশালায় শ্রীংলকা ও ভারত থেকেও আম্পায়াররা যোগ দিয়েছেন।
আম্পায়ারদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বুধবার বাংলাদেশের আম্পায়ারদের দেশে ফেরার কথা রয়েছে। এরপর বাংলাদেশ বনাম নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি২০ ম্যাচ পরিচালনার জন্য তারা সিলেট রওয়ানা হবেন।