শিরোনাম
জয়পুরহাট, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : জয়পুরহাট জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় পৌরসভা দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার দুপুরে জয়পুরহাট পৌরসভা মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: সবুর আলীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ আতাউর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আবুল হাসেম, ফুটবল কোচ এসএম সুমন, জয়পুরহাট পৌরসভা দলের বিজয়ী ফুটবল দলের অধিনায়ক মুকুল হোসেন সহ অন্যান্য খেলোয়াড়রা।
গত ৩০ জুলাই জয়পুরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয়। দুটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৮টি দল খেলায় অংশগ্রহন করে। ১৫ আগস্ট ফাইনাল খেলায় পাঁচবিবি উপজেলা দলকে পরাজিত করে জয়পুরহাট পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়।