শিরোনাম
ঢাকা, ২৪ আগস্ট ২০২৫ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি২০ সিরিজের সূচী আজ ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এসিবি’র এক বিবৃতিতে জানানো হয়েছে আগামী ২ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে টি২০ সিরিজ শুরু হবে। আফগানিস্তানের হোম সিরিজের বাকি দুই টি২০ ম্যাচ হবে ৩ ও ৫ অক্টোবর। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে যথাক্রমে হবে ৮, ১১ ও ১৪ অক্টোবর।
আসন্ন এই সিরিজ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন এসিবি’র প্রধান নির্বাহী নাসিব খান। এ সম্পর্কে তিনি বলেন, ‘এই বহুল প্রতীক্ষিত সিরিজে বাংলাদেশকে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের অংশীদারিত্বের শক্তি এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট অভিজ্ঞতা প্রদানের প্রতি আমাদের প্রতিশ্রুতি তুলে ধরে। সমর্থকরা উঁচু মানের প্রতিযোগিতার রোমাঞ্চকর সব ম্যাচগুলো দেখতে মুখিয়ে আছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী একই ধরনের মন্তব্য করেছেন, ‘আমরা সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে প্রতিযোগিতা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যা একটি প্রতিযোগিতামূলক এবং রোমাঞ্চকর সাদা বলের সিরিজ হবে বলে সকলে আশাবাদী। এই সফরটি কেবল এশিয়া কাপের পরে মূল্যবান প্রতিযোগিতা প্রদান করে না বরং আমাদের বোর্ডগুলির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং দৃঢ় সম্পর্কেরও প্রতিফলন ঘটায়। সিরিজটি আয়োজন এবং তাদের অব্যাহত সহযোগিতার জন্য আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’
টি২০ এশিয়া কাপের পরপরই দুই দল এই সিরিজে মুখোমুখি হবে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে আট দলের এশিয়া কাপ শুরু হচ্ছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং।
দুই গ্রুপে বিভক্ত হয়ে এশিয়া কাপে আটটি দল অংশ নিবে। গ্রুপ-এ’তে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান। গ্রুপ-বি’র দলগুলো হলো বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলংকা ও হংকং।
আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সূচী :
২ অক্টোবর : ১ম টি২০, শারজাহ
৩ অক্টোবর : ২য় টি২০, শারজাহ
৫ অক্টোবর : ৩য় টি২০, শারজাহ
৮ অক্টোবর : ১ম ওয়ানডে, আবু ধাবী
১১ অক্টোবর : ২য় ওয়ানডে, আবু ধাবী
১৪ অক্টোবর : ৩য় ওয়ানডে, আবু ধাবী