বাসস
  ২৩ আগস্ট ২০২৫, ১৭:০৬

জিশান-আফিফের ব্যাটিংয়ে অ্যাডিলেডকে ১৭৬ রানের টার্গেট দিল বাংলাদেশ ‘এ’

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : দুই ব্যাটার জিশান আলম ও আফিফ হোসেনের ব্যাটিং দৃঢ়তায় অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিকে জয়ের জন্য ১৭৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান করে বাংলাদেশ। 

আজ ডারউইনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ বলে ৪৮ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার জিশান ও নাইম। ২টি চারে ১৫ রান তুলে নাইম ফিরলে তিন নম্বরে নামা সাইফ হাসানের সাথে ৩৯ রানের জুটি গড়েন জিশান। নাইমের মত ১৫ রান করে আউট হন সাইফ। 

সাইফের পর সাজঘরের পথ ধরেন জিশানও। ৫টি চার ও ১টি ছক্কায় ৩৮ বলে ৫০ রান করেন জিশান। 

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে ৬ রানের বেশি করতে পারেননি অধিনায়ক নুরুল হাসান। 

১৬তম ওভারে ১০৫ রানে চতুর্থ উইকেট পতনে ব্যাট হাতে ঝড় তুলেন আফিফ হোসেন ও ইয়াসির আলি। শেষ ২৯ বলে অবিচ্ছিন্ন ৭০ রান যোগ করেন তারা। এতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 

৫ চার ও ৩ ছক্কায় ২৩ বলে ৪৯ রান তুলে অপরাজিত থাকেন আফিফ। ১টি করে চার-ছক্কায় ১৫ বলে অনবদ্য ২৫ রান করেন ইয়াসির। 

অ্যাডিলেডের হান্নো জ্যাকবস ৩৩ রানে ৩ উইকেট নেন।