শিরোনাম
ঢাকা, ২২ আগস্ট ২০২৫ (বাসস) : চার জাতির সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ।
আজ ভুটানে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছিল স্বাগতিক ভুটানকে। জয় দিয়ে আসর শুরু করেছিল ভারতও।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেপালকে ৭-০ গোলে হারায় ভারত।
টানা দ্বিতীয় জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। সমানসংখ্যক ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ১টি করে ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি টুর্নামেন্টের অপর দুই দল ভুটান ও নেপাল।
ভারতের বিপক্ষে ম্যাচের শুরু থেকে বল দখলে রাখার চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশই। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো পাস থেকে বল পেয়ে গোল করে ভারতকে লিড এনে দেন পার্ল ফার্নান্দেজ। প্রথমার্ধে ফার্নান্দেজের গোলে এগিয়ে বিরতিতে যায় ভারত।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় গোল আদায় করে নেয় ভারত। ৭৬ মিনিটে বনফিলিয়া শুল্লাইয়ের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত ঐ স্কোর ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
আগামী ২৪ আগস্ট একই ভেন্যুতে নেপালের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল : ইয়ারজান বেগম, মেঘলা রানী রয়, তানিয়া আক্তার ফমি, অর্পিতা বিশ্বাস অর্পিতা, ফাতেমা আক্তার, উম্মা কুলসুম, আরিফা আক্তার, মোসাম্মত আলমিনা, মোসাম্মত রেসমা আক্তার, থুইনুয়ে মারমা, সৌরভি আকন্দ প্রীতি, ক্রানুচিং মারমা, রিয়া, আল্পি আক্তার, প্রোতিমা রানী, জবা রানী, সরবি রানী, মামোনি চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা ও মোসাম্মত আমেনা খাতুন।