শিরোনাম
ঢাকা, ২২ আগস্ট ২০২৫ (বাসস) : ৫৪ বছরের ওয়ানডে ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটস্কি। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম চার ম্যাচেই হাফ-সেঞ্চুরির ইনিংস খেলে ইতিহাস গড়েছেন তিনি।
এ বছরের ফেব্রুয়ারিতে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় ব্রিটস্কির। অভিষেক ইনিংসেই ১৫০ রানের ইনিংস খেলেন তিনি। এরপর ৮৩ ও ৫৭ রানের দু’টি ইনিংস খেলেছেন তিনি।
ম্যাককেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ ৮৮ রানের ইনিংস খেলেই বিশ্ব রেকর্ড গড়েন ব্রিটস্কি। ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম চার ম্যাচেই হাফ-সেঞ্চুরি করলেন তিনি।
ক্যারিয়ারের প্রথম চার ইনিংসে হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ভারতের নভোজাত সিং সিধু। তবে পাঁচ ম্যাচের চার ইনিংস খেলেছিলেন সিধু। মাঝে একটি ম্যাচে ব্যাটিং করা সুযোগ পাননি তিনি।
ব্রিটস্কির রেকর্ড গড়া ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ১ ওভারে ২৭৭ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্রিটস্কি ছাড়াও প্রোটিয়াদের হয়ে ৭৪ রানের ইনিংস খেলেন ট্রিস্টান স্টাবস।