বাসস
  ২১ আগস্ট ২০২৫, ২১:৪৯

চট্টগ্রামে প্রথমবার আয়োজন হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট

চট্টগ্রাম, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : আগামী ২৮ আগস্ট চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট। টি-২০ ফরম্যাটে আয়োজিত এবারের আসরে অংশগ্রহণ করছে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরের একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আকরাম খান বলেন, ‘তৃণমূলে ঝিমিয়ে পড়া ক্রিকেটকে জাগিয়ে তুলতে প্রথমবারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। বিসিবির বোর্ড সভাপতির ইচ্ছা এবং চট্টগ্রামে ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী প্রতিষ্ঠানদের আগ্রহের কারণে এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।’ ক্রিকেটের প্রয়োজনে ভবিষ্যতেও এ টুর্নামেন্ট চালু থাকলে দেশের ক্রিকেটই লাভবান হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টে বাজেট ধরা হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৪৩ লাখ টাকা এবং অবশিষ্ট ৩৭ লাখ টাকা ৬টি স্পন্সর প্রতিষ্ঠান প্রদান করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে প্রস্তুতি ও অনুশীলন খরচ, আবাসন, খাবার, খেলার পোশাক, দৈনিক ভাতা, যাতায়াত ভাতাসহ যাবতীয় সুবিধাদি প্রদান করা হবে। প্রতিযোগিতার খেলাসমূহ ২৮ আগস্ট থেকে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এবং ৩০ আগস্ট থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট গ্রুপ এ-এর ৫টি দল : ফোর্টিস রাঙ্গামাটি, কন্টিনেন্টাল খাগড়াছড়ি, এশিয়ান চট্টগ্রাম, ইস্পাহানি ফেনি, এবি ব্যাংক চাঁদপুর।

গ্রুপ বি-এর ৬টি দল : কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া, ফোর্টিস কুমিল্লা, ইস্পাহানি লক্ষ্মীপুর, ক্লিফটন কক্সবাজার, এবি ব্যাংক নোয়াখালী, এশিয়ান বান্দরবান।

২৮ আগস্ট সকালে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক মঞ্জুর আলম মঞ্জুসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত ছিলেন।