শিরোনাম
ঢাকা, ২১ আগস্ট ২০২৫ (বাসস) : নরওয়ের ফুটবল ফেডারেশন জানিয়েছে তারা গাজার মানবিক দুর্দশার প্রতি "উদাসীন থাকতে পারে না"। এ কারনে ইসরায়েলের বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের খেলা থেকে প্রাপ্ত লভ্যাংশ তারা গাজার বিপর্যস্ত মানুষদের সহযোগিতার জন্য দান করতে চায়।
আগামী ১১ অক্টোবর ওসলোতে ইসরায়েলের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলবে নরওয়ে।
নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লাইস ক্লাভেনেস এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বা অন্যান্য সংস্থাগুলি দীর্ঘদিন ধরে গাজার বেসামরিক জনগণের উপর যে মানবিক দুর্ভোগ হচ্ছে এবং তারা যে অসামঞ্জস্যপূর্ণ আক্রমণের শিকার হচ্ছে তার প্রতি উদাসীন থাকতে পারি না। আমরা এই অর্থ এমন একটি মানবিক সংস্থাকে দান করতে চাই যারা প্রতিদিন গাজায় জীবন বাঁচায় এবং মাঠে সক্রিয় জরুরী সহায়তা প্রদান করে।’
আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ম্যাচের টিকিট বিক্রি থেকে নরওয়েজিয়ান ফেডারেশন কত আয় করবে বলে আশা করছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
নরওয়ে ফুটবল জানিয়েছে, ১১ অক্টোবর ম্যাচের নিরাপত্তা নিশ্চিতে উয়েফা ও স্থানীয় পুলিশের সঙ্গে তারা কাজ করছে। উল্লেভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ, যার আসনসংখ্যা ২৬ হাজার। কিন্তু অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থার জন্য এই ম্যাচে তিন হাজার টিকিট কম ছাড়া হবে বলে ধারণা করা হচ্ছে।
নিরাপত্তার কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বাগতিক হতে পারে না ইসরায়েল। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে নরওয়ের বিপক্ষে ম্যাচ তারা খেলেছে হাঙ্গেরিতে। ৪-২ ব্যবধানে ম্যাচটি জিতেছিল নরওয়ে। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে আই-গ্রুপে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ইসরায়েল। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ইতালি।