শিরোনাম
ঢাকা, ২১ আগস্ট ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আইসিসির আচরণবিধি ভঙ করায় শাস্তির কবলে পড়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার এডাম জ্যাম্পা।
‘অশালীন শব্দ ব্যবহারের জন্য’ আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে জাম্পার নামের পাশে।
জাম্পা আইসিসির আচরণবিধির লেভেল-১ লঙ্ঘন করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত মঙ্গলবার কেয়ার্নসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংসের ৩৭তম ওভারে নিজের বোলিংয়ে মিসফিল্ড ও ওভারথ্রো হওয়ায় রেগে অশালীন শব্দ ব্যবহার করেন জাম্পা। যা স্টাম্পের মাইক্রোফোনে স্পষ্ট শোনা যায় এবং সম্প্রচারও হয়।
আইসিসি কোড অব কন্ডাক্টের ২.৩ অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে জাম্পাকে। যেখানে বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ‘অশালীন শব্দ ব্যবহারের’ সাথে এটি সম্পর্কিত।
নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন জাম্পা। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ঐ ম্যাচে ১০ ওভারে ৫৮ রানে ১ উইকেট নেন জাম্পা।
সিরিজের প্রথম ম্যাচে ৯৮ রানে পরাজিত হয় অস্ট্রেলিয়া। আগামীকাল দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।