শিরোনাম
ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : ফ্লামিনেন্সের গোলরক্ষক ফ্যাবিও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফুটবলে সবচেয়ে বেশী ১৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন।
এর আগে শনিবার তিনি ইংল্যান্ড জাতীয় দলের সাবেক তারকা পিটার শিল্টনের সর্বকালের সর্বোচ্চ ১৩৯০টি প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছিলেন। ব্রাজিলিয়ান লিগ ম্যাচে খেলার মাধ্যমে এই রেকর্ড স্পর্শ করেন ফ্যাবিও।
মঙ্গলবার রিও ডি জেনিরোরা ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কলম্বিয়ার আমেরিকা ডি কালির বিপক্ষে ফ্লামিনেন্সের ২-০ গোলের জয়ের ম্যাচটিতে অংশ নিয়ে নতুন রেকর্ড গড়লেন।
৪৪ বছর বয়সী ফ্লামিনেন্সের এই গোলরক্ষক যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছেন।
শিল্টনের রেকর্ড স্পর্শ করার পর ফ্যাবিও বলেছেন, ‘আমার জীবনের সাথে যারা জড়িয়ে আছেন, আমার বাবা-মা, বোন, বন্ধু, স্ত্রী সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি সবসময়ই একজন ভাল মানুষ হতে চেয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার সতীর্থদের সহযোগিতা করতে চাই। আমি সকলের কাছে কৃতজ্ঞ। তবে সৃষ্টিকর্তা ছাড়া কোন কিছুই সম্ভব ছিলনা।’
ফ্লামিনেন্স ও ব্রাজিলিয়ান গণমাধ্যম বলেছে ফ্যাবিও ফুটবলের ইতিহাসে এখন অনন্য একটি নাম। যদিও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা কিংবা আঞ্চলিক সংস্থা কনমেবল কেউই এখনো এই রেকর্ড নিয়ে কোন ঘোষনা দেয়নি।
অনবদ্য এই রেকর্ডের পর ফ্যাবিও বলেছেন, ‘অনেক সময় গুরুত্বপূর্ণ এসব অর্জনের মমার্থই কেউ বুঝতে চায়না। যদিও এগুলো অনেক বছর ধরেই বেঁচে থাকে।’
পুরো ম্যাচ জুড়ে ফ্লামিনেন্সের সমর্থকরা চিৎকার করে বলেছে, ‘ফ্যাবিও ব্রাজিলের সেরা গোলরক্ষক।’
ফ্লামিনেন্সের কোচ রেনাটো গুচো বলেছেন, ‘তার মত পেশাদারিত্ব না থাকলে কেউই এত লম্বা সময় ধরে এতগুলো ম্যাচ খেলতে পারেনা। নি:সন্দেহে ফ্যাবিও একটি নজিড় সৃষ্টি করেছেন। অন্য কারো পক্ষে তার এই রেকর্ডকে ছাড়িয়ে যাওয়া অনেকটাই দু:সাধ্য।
১৯৭৭ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ফ্যাবিও। ঐ একই বছর শিল্টন অবসরে যান।
ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক শিল্টন নিজে দাবী করেন তিনি সব মিলিয়ে ১৩৮৭ ম্যাচ খেলেছেন। কিন্তু গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে ম্যাচের সংখ্যা লেখা রয়েছে ১৩৯০টি।
ফ্যাবিও তার পুরো ক্যারিয়ার কাটিয়েছেন ব্রাজিলে। ২০২৩ সালে ফ্লামিনেন্সের হয়ে তিনি কোপা লিবারর্তেডর্সের শিরোপা জয় করেন। ২০০৫-২০২২ সালের মধ্যে ক্রুজেইরোর হয়ে ৯৭৬ ম্যাচ খেলেছেন। এর আগে উনাইয়ো বান্ডেরিয়েন্টের হয়ে ৩০টি ও ভাস্কো ডা গামার হয়ে খেলেছেন আরো ১৫০ ম্যাচ।
আমেরিকা ডি কালির বিপক্ষে রেকর্ড সৃষ্টিকারী ম্যাচটি ছিল ফ্লামিনেন্সের জার্সিতে ফ্যাবিওর ২৩৫তম ম্যাচ।