শিরোনাম
সিলেট, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চলছে ’সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫।’
আজ মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল ২-১ গোলে কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করেছে।
আগামীকাল বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটে একই মাঠে বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা বনাম কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল মুখোমুখি হবে।
টুর্নামেন্টে সিলেট জেলার ১৩টি উপজেলা ক্রীড়া সংস্থা ও সিলেট সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে।
প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব এবং টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন।