শিরোনাম
ঢাকা, ১৯ আগস্ট ২০২৫ (বাসস) : প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছেন নতুন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো।
ক্লাবের একটি সূত্র ইএসপিএনকে নিশ্চিত করেছে নতুন চুক্তি অনুযায়ী ২০২৮-২৯ মৌসুমের শেষ পর্যন্ত রোমেরো উত্তর লন্ডনের ক্লাবটির সাথে থাকবেন।
দক্ষিন কোরিয়ান তারকা সন হেয়াং-মিন এবারের গ্রীষ্মে মেজর লিগ সকার ক্লাব লস এ্যাঞ্জেলস এফসিতে চলে যাবার পর নতুন মৌসুমকে সামনে রেখে টটেনহ্যাম তাদের নতুন অধিনায়ক হিসেবে ২৮ বছর বয়সী রোমেরোর নাম ঘোষনা করে। আর তার পরপরই আসলো রোমেরোর চুক্তি নবায়নের ঘোষনা।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও দুইবারের কোপা আমেরিকা শিরোপা জয়ী এই সেন্টার-ব্যাকের আগের চুক্তির মেয়াদ দুই বছর বাকি ছিল। যে কারনে এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর আগে টটেনহ্যামে তার ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। ট্রান্সফার উইন্ডো শুরু হবার আগে লা লিগা জায়ান্ট এ্যাথলেটিকো মাদ্রিদ রোমেরোকে দলে পাবার ব্যপারে বেশ আত্মবিশ্বাসী ছিল।
বুধবার পিএসজির বিপক্ষে উয়েফা সুপার কাপে পরাজয়ের একদিন আগে রোমেরোকে অধিনায়কের দায়িত্ব দেয় টটেনহ্যাম। ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে রোমেরো এক গোল করেছেন।
নতুন মৌসুমকে সামনে রেখে রোমেরোর সাথে দীর্ঘমেয়াদী চুক্তির পিছনে মূল ভূমিকা পালন করেছেন স্পার্সদের নতুন বস থমাস ফ্র্যাংক।
২০২১ সালে আটালান্টা থেকে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন রোমেরো। গত মৌসুমে আনগে পোস্তেকোগ্লুর অধীনে স্পার্সদের ইউরোপা লিগ সাফল্যে রক্ষনভাগে নিজেকে অপরিহার্য্য করে তুলেছিলেন রোমেরো। সনের অনুপস্থিতিতে শেষ ষোলর ম্যাচে তিনি টটেনহ্যামকে নেতৃত্ব দিয়েছেন। ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচটিতে রোমেরো ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন।