বাসস
  ১৯ আগস্ট ২০২৫, ১৮:১৩

এনসিএল টি-টোয়েন্টিতে অংশ নেবে না অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : আগামী বছরের যুব বিশ্বকাপের প্রস্তুতির জন্য আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা। 

আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশের তিনটি ভেন্যুতে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হবে। 

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এ মাসেই ইংল্যান্ড সফর করবে বাংলাদেশের যুবারা। ইংল্যান্ড সফর শেষে ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবে তারা। কাজের চাপ বিবেচনায় ইংল্যান্ড সফরের পর বিশ্রাম দেওয়া হবে যুব দলের খেলোয়াড়দের।

আগামী বছরের জানুয়ারিতে বিশ্বকাপে অংশ নেওয়ার আগে নভেম্বরে যুব এশিয়া কাপ খেলবে অনূর্ধ্ব-১৯ দল। 

ধারাবাহিকভাবে খেলার সূচি থাকায় এনসিএল টি-টোয়েন্টিতে খেলবে না যুব দলের খেলোয়াড়রা। 

এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরে অংশ নিয়েছিল অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা। ঐ আসরে জিশান আলমের মত বেশ কিছু তরুণ খেলোয়াড় নিজেদের সেরা পারফরমেন্স প্রদর্শন করেছিল।