বাসস
  ১৯ আগস্ট ২০২৫, ১৬:৪৮

প্রস্তুতির চূড়ান্ত পর্বের জন্য সিলেট যাচ্ছেন ক্রিকেটাররা

ঢাকা, ১৯ আগস্ট ২০২৫ (বাসস) : আসন্ন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতির চূড়ান্ত পর্বের জন্য আজ সন্ধ্যায় সিলেট পৌঁছাবেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদের। 

বিসিবির একজন কর্মকর্তা জানান, অনুশীলনের মূল পর্ব সিলেটে অনুষ্ঠিত হবে।

ঢাকার ফিটনেস অনুশীলনে ১৬শ মিটার টাইম ট্রায়াল, জিম সেশন, বিশেষ এক্রোবেটিক এবং দক্ষতার উপর জোড় দিয়েছিলেন ক্রিকেটাররা । 

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপের জন্য সেরা প্রস্তুতি নিতে মিরপুরের উইকেটকে আদর্শ হিসাবে বিবেচনা করা হয়নি। তাই সিলেটকে অনুশীলনের ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বিসিবি। 

একই কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও আয়োজন করা হয়েছে সিলেটে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস। ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর ডাচদের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। দ্বিপাক্ষীক সিরিজ শেষে এশিয়া কাপে খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। 

নেদারল্যান্ডস সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিবি। দল বাছাইয়ের জন্য সিলেট পর্বের অনুশীলনের উপর নজর নির্বাচকদের। 

বাংলাদেশের প্রাথমিক টি-টোয়েন্টি দল : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাইম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, শামিম পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, মাহেদি হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান।