শিরোনাম
ঢাকা, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : মিডফিল্ডার জ্যাকব রামসেকে এ্যাস্টন ভিলা থেকে দলে ভিড়িয়েছে নিউক্যাসল। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করে ওয়েবসাইটে লিখেছে, ‘২৪ বছর বয়সী রামসে সেন্ট জেমস পার্কে চতুর্থ খেলোয়াড় হিসেবে এবারের গ্রীষ্মে দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করলেন।’
যদিও চুক্তির মেয়াদ এবং ফি সম্পর্কে বিস্তারিত কোন কিছু জানানো হয়নি।
ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমের দাবী রামসেকে দলে নিতে ম্যাগপাইরা ভিলাকে ৩৯ মিলিয়ন পাউন্ড দিবে। সাথে আরো ৪ মিলিয়ন পাউন্ড সম্ভাব্য বোনাস হিসেবে যুক্ত হবে।
ভিলায় ইয়ুথ একাডেমি থেকে রামসে উঠে এসেছেন। এ পর্যন্ত ভিলার জার্সিতে খেলেছেন ১৬৭ ম্যাচ। গত মৌসুমের মাঝামাঝিতে হ্যামস্ট্রিং ইনজুরি সত্তেও ১০টি চ্যাম্পিয়ন্স লিগসহ ৪৬টি ম্যাচ খেলেছেন। কিন্তু বদলী বেঞ্চেই তাকে বেশী সময় কাটাতে হয়েছে।
গত মৌসুমের শেষে নিউক্যাসল ভিলাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছিল। শনিবার এই দুই ক্লাব একে অপরের মোকাবেলায় গোলশুন্য ড্র করে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে। রামসে অবশ্য এই ম্যাচে ভিলা দলে জায়গা পাননি।
নিউক্যাসেলের ওয়েবসাইটে রামসে বলেছেন, ‘গত দুই থেকে তিনদিন কিভাবে যে কাটলো। কিন্তু শেষ পর্যন্ত এখানে আসতে পেরে আমি সত্যিই দারুন খুশী। এই ক্লাবের হয়ে খেলার অপেক্ষা শেষ হচ্ছেনা।’
এবারের মৌসুমে নিউক্যাসল ইতোমধ্যেই এন্থনি এলানগা, এ্যারন রামসডেল ও মালিক থিয়াওকে দলে নিয়েছে। তারকা স্ট্রাইকার আলেক্সান্দার ইসাক শনিবারের ম্যাচে ছিলেন না। ধারণা করা হচ্ছে ইসাক নিউক্যাসল ছেড়ে লিভারপুলে যোগ দিতে যাচ্ছেন।
কোচ এডি হোয়ে বলেছেন, ‘জ্যাকব আমাদের দলে আরো একটি চমৎকার অন্তর্ভূক্তি। তার গুনাবলী মাঠে আমাদেরকে ভিন্ন কিছু উপহার দিবে। সে বয়সে এখনো তরুণ, নিজেকে উন্নত করার ক্ষুধা তার মধ্যে রয়েছে।
একইসাথে প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতাও তার রয়েছে।’
২০২৩ সালে ইংল্যান্ডের ইউরোপীয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশীপ জয়ী দলের সদস্য ছিলেন রামসে। তার সাথে আরো ছিলেন নতুন সতীর্থ এন্থনি গর্ডন।